আমাদের কথা খুঁজে নিন

   

কেবলি ধুন্ধুমার



কী যে সময় পার করছি আমরা। হাঙরের মতো অন্ধ ছোটাছুটি- ক্রোধে, বিদ্বেষে ও হিংস্রতায় আমরা পেরিয়ে যাচ্ছি সমতল থেকে প্রেইরী অবধি। সুবচন নির্বাসনে গেছে বলে একদা যারা আফসুসে মেতেছিলেন তারা দেখুন এখন আর কোনো সুবচনই নেই কেবলি ধুন্ধুমার পেশীশক্তি- মধ্যযুগ ফেলছে পা তুমুল সরবে। সুবচন এক বিরক্তিকর যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। যারা অধ্যয়নকারীদের ফ্রাংকেনষ্টাইন বানাচ্ছেন।

বানাচ্ছেন হন্তারক। তারা একবার আয়নায় নিজেদের মুখ দেখুন। মগজের ভেতর থেকে যে পচা-গলা হলুদ তরল বেরিয়ে আসছে তার দুর্গন্ধে চারপাশ অন্ধ হয়ে যাচ্ছে। সুকোমল বালকের হাতে মারণাস্ত্র তুলে দিয়ে শীতাতপ হাওয়া খাচ্ছেন যারা তাদের মানি প্ল্যান্টের পাতায় লেখা হচ্ছে নেতির অক্ষর। সময়ই আসল হন্তারক।

সময়ের পৃষ্ঠায় যে নাম লেখা হবে তাই ইতিহাস। কখনো তা লোলচর্ম কুকুরের লেজ কখনো তা বাঘের চেহারার মতো ভয়ঙ্কর-সুন্দর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।