আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাব পুলিশ দিয়ে রক্ষীবাহিনীর কাজ করাচ্ছে সরকার: মওদুদ

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

ঢাকা, ১৬ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বর্তমান সরকার র‌্যাব ও পুলিশ দিয়ে রক্ষীবাহিনীর কাজ করাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী ফোরাম আয়োজিত রিমান্ডে নির্যাতন ও মানবাধিকার-শীর্ষক সেমিনারে ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি অনেক ভুল করেছিল। নির্বাচনে হারার মাধ্যমে তারা সে ভুলের মাসুল দিচ্ছে। বর্তমান সরকারকেও তার কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে মূল্য দিতে হবে।

রাজনৈতিক নেতাদের প্রতি গত তত্ত্বাবধায়ক সরকারের হয়রানি ও রিমান্ডের নামে নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারও একইভাবে বিরোধীদলের নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। পুলিশি রিমান্ডে দেয়া স্বীকারোক্তি পত্রিকায় প্রকাশের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম কোরবান আলীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুজাহিদুল ইসলাম, ড. মাহবুবউল্লাহ, ড. রেজোয়ান সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক নেতাদের নির্যাতন, হয়রানি ও রিমান্ড নিয়ে তিনি একটি বই প্রকাশ করবেন। বইটির নাম হবে লাইফ এ প্রিজন।

বইটিতে জেলখানার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন বলে জানান তিনি। (শীর্ষ নিউজ ডটকম/কেএইচ/জেএ/এসএম/১৩:৪০ ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.