আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাব মহাপরিচালক একী বললেন?

আমার দেশ আমার মা, নাইজেরিয়া হবেনা

র‌্যাব আইনের বাইরে কোন কাজ করছে না: মহাপরিচালক র‌্যাব আইনের বাইরে কোন কাজ করছে না বলে মন্তব্য করেছেন এলিট বাহিনীটির মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। কথিত ক্রসফায়ার সম্পর্কে জিজ্ঞেস করা হলে বৃহস্পতিবার এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন, র‌্যাবের কার্যক্রমের ওপর তদন্ত করা হয়। এদিন র‌্যাব প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় র‌্যাবের 'ক্রসফায়ার' বা 'বন্দুকযুদ্ধের ঘটনায়' মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা- এ ব্যাপারে প্রশ্ন করা হলে র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, "র‌্যাব মানবাধিকার প্রশিক্ষণ নিয়েছে। তবে র‌্যাবের যে ত্র"টি-বিচ্যুতি হয় না তা বলা যাবে না।

র‌্যাবের কার্যক্রমের ওপর তদন্ত করা হয়। " র‌্যাব আইনের বাইরে কোন কাজ করছে না দাবি করে মহাপরিচালক বলেন, একজন নিরপরাধ ব্যক্তি বা চিহ্নিত সন্ত্রাসীকে ধরে এনে মেরে ফেলা হচ্ছে- এ ধরণের কাজ র‌্যাব করছে না। তিনি র‌্যাব সদস্যদের অপরাধের কথা উল্লেখ করে বলেন, এ পর্যন্ত প্রায় সাড়ে ৭শ' র‌্যাব সদস্যকে তাদের অপরাধের জন্য সাজা পেতে হয়েছে। এর মধ্যে সাড়ে ৩শ' সদস্যকে চাকরিচ্যুত বা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। হাসান মাহমুদ জানান, নভেম্বরে সারাদেশে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' ৩ জন নিহত ও ৬ জন গুলিবিদ্ধ হয়েছে।

আমরা আমজনতা কি এতই মূর্খ যে কিছুই বুঝিনা??? মূল নিউজ দেখতে এখানে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.