আমাদের কথা খুঁজে নিন

   

চিরকালের বাঙালি-ফ্রেসকো

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

মনের মতো মানুষ ,শুধু এমন দিনে কেন, কোনদিন মনমতো হয়ে থাকে নাই। অরোরার চিরযৌবন,পুবের আকাশ অমর যুবরাজকে ভাগ্যববিবাগী, স্বপ্নহীন করছেলি, জানি, তারপরও ভাবের জোরে আমাদের স্বপ্নেরা দেবতার হয়ে যায়, মাঝেমাঝে মনমতো মানুষ গড়তে গিয়ে দেবতাদর আকাশের কাউকে ধরে এনে কপি করা কাগজের মতো নতুন( সাদাকালো বাঙালি )করে চরিত্র গড়ি : আমাদের পরে কয়েক জন্মের সাক্ষী হলেও সমকালীন থেকে যাবে 'আধুনিক' শব্দটির পাশাপাশি হেঁটে; সে 'একাত্তর' দেখবে ,আমার পিতা যেমন স্মৃতিতে রেখেছেন তাঁর। নব্বই এর দশ বছর তার জন্যেও নস্টালজিয়া,আর আমার কৈশোর। আমাদের কয়েক পুরুষ পূর্বের কারও(যাকে কী বলে ডাকব জানি না) সাথে সখা হতে পারে সে; চাইলে ঘর নিভিয়ে উদাসীনমতো বসতে পারে পাশাপাশি। মনের মতো মানুষ তবু মনের মতো হলো না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.