আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণ

ঘুম-তার্কিক

আমরা'তো সহ্য করেছি পৃথিবীর সোনালী আফিম- রাংতার, রক্তজবার মতো থরে থরে রাতের বিস্ফার, তোমরা তার আল্পই জানলে দূর্বাদল! পদাঘাতের শব্দে এক ক্লন্তিকর শেকলের সাথে- আমাদের ঘাম শুকিয়ে গিয়েছে সূর্যের সাম্পানে। মস্তিষ্কের হিম' ঘরে লোনা ধরে- ঝরে ঝরে গেছে, কে হায় কোপার্নিকাস- বাজারের দোকানে দোকানে- তারা গুনে- তার-আগুনে পুড়ে পুড়ে শেষে সহজ বেথেলহেমে- পুনরায় শায়িত হয়েছে উঠবার নামে। বাজিমাৎ কোরবার মতো- নিখুঁত স্ট্র্যাটেজিতে- কোন এক আকাশের ছকে নামতা পড়ে যাই- ফিস-ফিসে বাতাসের সাথে- আহা রাত নিমীলিত জোছনাকে জাগিয়ে রেখো এমন অন্ধকারে। শব্দনাসীদের ফেলে এইবার হারাচ্ছি ফের- বেফিকির- স্পেক্ট্রাম-ট্রেন ধরে আরশি'র স্বচ্ছ নগরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।