আমাদের কথা খুঁজে নিন

   

।--জাগরণ--।

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। জেগেছে বাঙালীর প্রান, ঘুমিয়ে থাকা প্রহরীরা আজ আবার জেগেছে; জেগেছে একাত্তর, জেগেছে মুক্তিযুদ্ধ, চেয়ে দ্যাখ- ঐ জ্বলছে শাহবাগ, জ্বলছে আগুন; দু হাত মুষ্টিবদ্ধ, বজ্রের মতো কণ্ঠ- ওরা তরুন, ওরা নির্ভীক, ওদের রক্ত আবার জেগেছে চেয়ে দ্যাখ, ওরা আবার তোদের নষ্টামির ছবি এঁকেছে। চেয়ে দ্যাখ, কতোদিন ঘুমায়নি শাহবাগ, কতোদিন ঘুমায়নি প্রজন্ম চত্বর, ঘুমাবেনা ওরা আর, কখনো- যতদিন হবেনা বিচার, ওরে রাজাকার, ওরা অপেক্ষা করে আছে, তোরা কবে হবি নির্বংশ, বল, কবে হবি তোরা ছারখার। চেয়ে দ্যাখ, ওরে রাজাকার নষ্ট-নিকৃষ্ট-নচ্ছাড় জ্বলছে মশাল, ওরা, সেই অগ্নিসন্তানেরা আগুনেরই শপথ করেছে গ্রহণ, চোখ খুলে রাখ, ঐ চেয়ে দ্যাখ, আসছে তোদের পতন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।