আমাদের কথা খুঁজে নিন

   

"জাগরণ" ক্যাম্পেইন...

নোটিশবোর্ড

সিডর ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষদের জন্য "সেভ দ্য চিল্ড্রেন" এবং "সামহোয়্যার ইন..." যৌথভাবে একটি তহবিল তৈরী করতে যাচ্ছে ব্লগের সকল সদস্যের সহযোগিতা নিয়ে। একটি এসএমএস করে আপনিও অংশ নিতে পারেন দূর্গত মানুষদের জন্য এই তহবিল তৈরীতে। আপনি save লিখে 5455 নম্বরে একটি এসএমএস পাঠালে এই তহবিলে আপনার ২ টাকা যুক্ত হবে (একটি নাম্বার থেকে একটি মাত্র এসএমএস করা যাবে)। এই মুহুর্তে আপনাদের প্রত্যেকটি এসএমএসের বিপরীতে সামহোয়্যার ইন... আরো ৪ টাকা এই তহবিলে যোগ করবে অর্থাৎ আপনার একটি এসএমএস এর মাধ্যমে দূর্গতদের তহবিলে যোগ হবে মোট ৬ টাকা। ইতোমধ্যে আমরা দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেছি তারাও আমাদের এই উদ্যোগের সাথে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

এভাবে আপনাদের সাহায্যের পাশাপাশি ব্যাবসায়িক সংস্থার সাহায্য যুক্ত হলে সাহায্যের অংক অনেক বেড়ে যাবে। এতে করে কি সুবিধা হবে? ভাগ্যাহত সব মানুষের সহযোগিতায় আমরা দেশের আপামর মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে পারবো আর তার সাথে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা আনুপাতিক হারে যুক্ত করে আমরা গড়ে তুলতে পারবো একটি বড় অঙ্কের তহবিল। ভেবে দেখুন, কেবল ঢাকা শহরেই কমপক্ষে ১০ লাখ মোবাইল ফোন রয়েছে, আমরা যদি এই উদ্যোগে তার এক তৃতীয়াংশকেও সামিল করতে পারি তাহলে আমাদের মোট সহযোগিতা এই মুহুর্তেই ১২ লাখ টাকার উপরে যোগ করতে পারবে এই তহবিলে। তার সাথে যদি ব্যবসা প্রতিষ্ঠান গুলোর অংশগ্রহণ নিশ্চিত হয় তাহলে এই টাকার অংক আরো অনেক বেশি বেড়ে যাবে। ধরা যাক,কোন এনজিও আমাদের সাথে এসে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল এবং তারা প্রতিটি এসএমএস এর জন্য ৮ টাকা দেবার প্রতিশ্রুতি দিল, তখন আপনার একটি এসএমএস এনে দেবে ২+৪+৮= ১৪ টাকা, যা যোগ হবে "সেভ দ্য চিল্ড্রেন" এর ত্রাণ তহবিলে।

কেন এই উদ্যোগ? "ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। " আমরা আশা করছি আপনারা এই উদ্যোগের সাথে অংশ নেবেন, আপনাদের পরিচিতজন-বন্ধু-বান্ধবদের উদ্বুদ্ধ করবেন এই তহবিল সংগ্রহে। দেশের বড় একটি অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে কেবল এই তহবিল বড় হবে এমনটাই নয়, একটি গণজাগরনের মধ্য দিয়ে সূচীত হবে আমাদের আগামীদিনের পথচলা। মানুষের অন্তর্ভূক্তিই পারে মানুষকে বাঁচাতে। আমরা এই তহবিলের সকল আপডেট তাত্ক্ষনিকভাবে ফ্রন্ট পেইজে প্রকাশ করব পুরোটা সময়।

আমরা আশা করবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।