আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনাপাড় ধীবর স্কুলে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
সুপ্রিয় বন্ধুরা, চলুন ঘুরে আসি মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন। আগামী ১৪ জুলাই, বুধবার মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের দ্বিতীয় বর্ষপূর্তি। এই দিনে স্কুলের শিশুরা আপনাকে স্বাগত জানাতে উদগ্রীব।

আপনি এ শিশুদের সাথে একদিন কয়েক ঘন্টা সময় কাটাতে চলে আসুন... স্থানঃ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন, মজু চৌধুরী হাট, লক্ষ্মীপুর। তারিখঃ ১৪ জুলাই, বুধবার। কর্মসূচিঃ সকাল ৭.০০ টাঃ সায়েদাবাদ বাস স্ট্যান্ডে আগমন এবং লক্ষ্মীপুর ইকোনো গাড়িতে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা। দুপুর ১২.০০ টাঃ লক্ষ্মীপুর শহরে গমন এবং দুপুরের লাঞ্চ গ্রহণ। দুপুর ১.০০ টাঃ মেঘনাপাড় ধীবর স্কুলে গমন এবং শিশুদের সাথে পরিচিত হওয়া।

বিকাল ২.০০ টাঃ অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ। বিকাল ৩.০০ টাঃ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকাল ৪.০০ টাঃ নৌ-ভ্রমণ। বিকাল ৫.৩০ টাঃ ঢাকার উদ্দেশ্যে লক্ষ্মীপুর প্রস্থান। রাত ৯.০০ টাঃ ঢাকা পৌঁছানো এবং স্ব-স্ব বাসগৃহে গমন।

জনপ্রতি ব্যয়ঃ ১০০০/- টাকা। ভ্রমণের প্রকৃত ব্যয় বাদে অবশিষ্ট অর্থ স্কুলের শিক্ষা ফান্ডে যুক্ত হবে এবং স্কুলের উন্নয়নে ব্যয় হবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.