আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন এবং স্মরণিকা

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

মেঘনার নির্মুলী প্রিয় বন্ধুরা মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা মেঘনার নির্মুলী প্রকাশিত হয়েছে বেশ আগে। স্মরণিকার মোড়ক উন্মোচন করার মাধ্যমে এটি আপনাদের কাছে পৌঁছে দেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু নানান সমস্যার কারণে তা আপাতত পারছি না।

তাই পিডিএফ আকারে এটি ব্লগেই দিয়ে দিলাম। নতুন বছরে আমাদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অনেক বাড়ছে। এখনও স্কুলে ভর্তি চলছে। গত বৎসর মোট শিক্ষার্থী ছিল ১৪০ জন। এ বৎসর শিক্ষার্থী সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।

তাই স্কুল ঘরটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সম্প্রসারণের কাজ চলছে। এখন পর্যন্ত স্কুলে শিক্ষার্থী সংখ্যা- প্রাক-প্রাথমিক = ১২০ জন ক্লাস ওয়ান = ৬০ জন ক্লাস টু = ২০ জন। নতুন বছরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বোর্ডের বই সংগ্রহের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লক্ষ্মীপুর বরাবর আবেদন করা হয়েছে। প্রাক-প্রাথমিক পর্যায়ে বই নিজেদেরই সংগ্রহ করতে হবে। সে ব্যাপারে চেষ্টা চলছে।

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনকে কর্মসংস্থানমূলক শিক্ষার বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রয়াসে আমি নিরন্তর কাজ করে চলেছি। খুব শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা আপনাদের সামনে হাজির করবো। আপনাদের অব্যাহত সহায়তা এবং সমর্থন নিয়ে আমরা দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে আরও এগিয়ে যাব। মেঘনার নির্মুলীতে ব্লগার বন্ধু অনেকেই লেখা দিয়ে স্মরণিকাটিকে সমৃদ্ধ করেছেন। এছাড়াও যাঁরা বিভিন্ন সময়ে উৎসাহ এবং সমর্থন দিয়ে এই ধীবর শিশুদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁদের প্রত্যেকের নাম স্মরণিকাটিতে চিরস্থায়ী করে রেখেছি।

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে কর্মসংস্থানমূলক শিক্ষা বাস্তবায়নে আমি আরও এগিয়ে যেতে চাই। এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা স্মরণিকাতে উল্লেখ আছে। আশা করি আপনারা স্মরণিকাটি পাঠ করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিঃদ্রঃ ফাইলটি বড় হওয়াতে গুগল নিম্নোক্ত মেসেজ দেখায়।

Sorry, we are unable to scan this file for viruses. The file exceeds the maximum size that we scan. Download anyway. আশা করি এতে কোন সমস্যা হবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.