আমাদের কথা খুঁজে নিন

   

যে মূল্য দিয়ে কেনানের ওয়েভিং ফ্ল্যাগ কোকাকোলার হলো



২০০৭ সালের গ্রীষ্মের এক বৃষ্টি ভেজা দিনে নিউইয়র্কের রাস্তা দিয়ে হাটতে হাটতে যে গান কানাডা প্রবাসী সোমালিয় শিল্পী কেনানের মনে জন্ম নেয় এবং পরবর্তীতে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তার প্রথম অ্যালবাম "Troubadour" প্রকাশিত হওয়ার সাথে সাথে কানাডায় হৈ চৈ ফেলে দেয়, বিলবোর্ডের কানাডিয়ান হট ১০০ এর ২ নং আসন দখল করে নেয়, হাইতির দুর্গতদের সাহায্যার্থে “কানাডিয়ান ইয়ঙ আর্টিস্ট ফর হাইতি” কনসার্টের শেষ গান হিসেবে গীত হয়, তারপর কানাডিয়ান হট ১০০ এর শীর্ষ স্থানে চলে আসে---- সে বিখ্যাত গান ওয়েভিং ফ্ল্যাগ এখন কোকাকোলার বিশ্বকাপ এনথেম হিসেবে সারা দুনিয়ার কাছে পরিচিত, এমনকি বিশ্বকাপে ফিফার অফিসিয়াল গান ওয়াকা ওয়াকার চেয়েও বোধহয় অধিক জনপ্রিয়। আর এই বিশ্বজোড়া প্রচারের জন্য কেনানকে খুব বেশী কিছু না, মূল গানের কতগুলো লাইন বাদ দিতে হয়েছে, কোকাকোলার ভাষায় যেগুলো ছিল তার গানের অন্ধকার দিক। ফলে যুদ্ধ বিধ্বস্ত, দারিদ্র পীড়িত এবং সাম্রাজ্যবাদ কর্তৃক লুণ্ঠিত দেশ সোমালিয়ার নতুন করে জেগে ওঠার গান ওয়েভিং ফ্ল্যাগ পরিণত হয়েছে কোকাকোলার ৩০০ মিলিয়ন ডলার এর বিশ্বকাপ প্রচারণার উদযাপন মশলায়( সেলিব্রেশান মিক্স)। কেনানের আসল গানের কথাগুলো ছিল এরকম: Wavin' Flag lyrics(Original) When i get older, they'll call me freedom Just like a Waving Flag. [Chorus] When I get older, I will be stronger, They'll call me freedom, just like a Waving Flag, And then it goes back, and then it goes back, And then it goes back Born to a throne, stronger than Rome but Violent prone, poor people zone, But it's my home, all I have known, Where I got grown, streets we would roam. But out of the darkness, I came the farthest, Among the hardest survival. Learn from these streets, it can be bleak, Except no defeat, surrender retreat, So we struggling, fighting to eat and We wondering when we'll be free, So we patiently wait, for that fateful day, It's not far away, so for now we say [Chorus] So many wars, settling scores, Bringing us promises, leaving us poor, I heard them say, love is the way, Love is the answer, that's what they say, But look how they treat us, Make us believers, We fight their battles, then they deceive us, Try to control us, they couldn't hold us, Cause we just move forward like Buffalo Soldiers. But we struggling, fighting to eat, And we wondering, when we'll be free So we patiently wait, for that faithful day, It's not far away, but for now we say, [Chorus] 2x (Ohhhh Ohhhh Ohhhhh Ohhhh) And everybody will be singing it (Ohhhh Ohhhh Ohhhhh Ohhhh) And you and I will be singing it (Ohhhh Ohhhh Ohhhhh Ohhhh) And we all will be singing it (Ohhh Ohh Ohh Ohh) [Chorus] 2x When I get older, when I get older I will be stronger, just like a Waving Flag, Just like a Waving Flag, just like a Waving flag Flag, flag, Just like a Waving Flag অরিজিনাল লিরিকসটি পাবেন এখানে: Click This Link আর গানটি ডাউনলোড করা যাবে এখান থেকে: http://www.mediafire.com/?dnmynwya4q5 বোল্ড করা লাইনগুলো পড়লেই বোঝা যায় এগুলো কোকাকোলার মতো কর্পোরেট কোম্পানির সাথে খাপ খায় না ফলে কোকাকোলার গানটি পছন্দ হলেও, পছন্দ হয় নি গানটির "a violent prone, poor people zone" কিংবা "struggling, fighting to eat" জাতীয় লাইনগুলো। ফলে ১ মিলিয়ন ডলারের চেয়েও বেশী অর্থ এবং দুনিয়াব্যাপী প্রচারের বিনিময়ে কেনানকে তার মূল গানটিকে কেটে ছেটে পরিবর্তন করে কোকাকোলা করণ করতে হয়। সূত্র-( Click This Link) এই কোকাকোলাকৃত গানটিই আজকের আমাদের অতিপ্রিয় ওয়েভিং ফ্ল্যাগ(সেলিব্রেশান মিক্স): Wavin' Flag lyrics(Celebration Mix) Ooooooh Wooooooh, Ooooooh Wooooooh Give me freedom, give me fire, give me reason, take me higher See the champions, take the field now, you define us, make us feel proud In the streets our heads are lifting, as we lose our inhibition, Celebration, it surround us, every nations, all around us Singing forever young, singing songs underneath that sun Lets rejoice in the beautiful game, And together at the end of the day. We all say When I get older I will be stronger They’ll call me freedom, just like a wavin’ flag When I get older I will be stronger They’ll call me freedom, just like a wavin’ flag So wave your flag, now wave your flag, now wave your flag Oooohhh, Oooooooooh wooooohh, Oooooooooh wooooohh Give you freedom, give you fire, give you reason, take you higher See the champions, take the field now, you define us, make us feel proud In the streets our heads are lifting, as we lose our inhibition, Celebration, its around us, every nations, all around us Singing forever young, singing songs underneath that sun Lets rejoice in the beautiful game, And together at the end of the day. We all say When I get older I will be stronger They’ll call me freedom, just like a wavin’ flag When I get older I will be stronger They’ll call me freedom, just like a wavin’ flag So wave your flag, now wave your flag, now wave your flag Now wave your flag (4x) Oohhoooohh Woooh Ohohooooh Wooohoooh We all say When I get older I will be stronger They’ll call me freedom, just like a wavin’ flag When I get older I will be stronger They’ll call me freedom, just like a wavin’ flag So wave your flag, now wave your flag, now wave your flag Now wave your flag (4x) Oooooh woowoo ooh Wooo ooohh ooohoh And everybody will be singing it Oooooh woowoo ooh Wooo ooohh ooohoh And we all will be singing it গানটির সুর ছন্দের এমনই জাদু যে, এত কাট ছাট করা কিংবা বাস্তবতাকে সেলিব্রেশান দিয়ে ঢেকে দেয়া হলেও, এখনো গানটি আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়। শুধু মুশকিল হলো, কেনান যাদেরকে “They” বলে উল্ল্যেখ করে বলেছিলেন যে, এরা মুখে ভালবাসার মহান বাণী(I heard them say, love is the way,/Love is the answer, that's what they say) শোনালেও শেষ পর্যন্ত তাদেরকে দিয়ে সাম্রাজ্যবাদের পক্ষে যুদ্ধে লড়ায়, প্রতারণা করে(We fight their battles, then they deceive us) এবং নিয়ন্ত্রণ করতে চায়(Try to control us, they couldn't hold us), সেই They এর অন্যতম প্রতিভু কর্পোরেট কোকাকোলার বাণিজ্যিক প্রয়োজনে তার গানের সেই অংশগুলোকেই ফেলে দিয়ে কেনান যেন এক নিদারুণ Irony এর মাধ্যমে তার ফেলে দেয়া অংশগুলোকেই আরো সত্য প্রমাণিত করলেন! আহা! কোকাকোলা কত মহান! কর্পোরেট পুজি কত মহান! কর্পোরেট স্পন্সরশীপ সংস্কৃতিকে তার সুবিধা মতো ব্যাবহার করতে গিয়ে যে তাকে নির্বিষ করে দেয়, সংস্কৃতিকে জীবন ও সংগ্রামের যাপন(So we struggling, fighting to eat) থেকে সরিয়ে নিয়ে স্রেফ উদযাপনের বিষয়ে(Celebration, it surround us) পরিণত করে- কেনানের ওয়েভিং ফ্ল্যাগ গানটি যতবার শুনছি ততবারই তার গানের ফেলে দেয়া অংশগুলো একথাটিই মনে করিয়ে দিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.