আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি জাতি হিসেবে দেশ হিসেবে এতটাই হতাশাবাদী? আপনি কি মনে করেন? জানান না প্লিজ!

Nothing Especial....

দিনটা শুরু হয় দৈনিকের পাতায় চোখ বুলিয়ে। আরামদায়ক ঘুমের পর মনটা চনমনে থাকলেও এমন কোন দিন থাকে না যখন পত্র্রিকার হেডিংগুলোতে চোখ বুলিয়েই হতাশায় মনটা আচ্ছন্ন হয়ে পড়ে।  দিনের বাকি সময় কাজের ফাঁকে অনলাইন পত্রিকাগুলোতে চোখ বুলিয়ে মেজাজটা আবার খারাপ হয়ে যায়। ভালো কিছু পেতে ব্লগে আসি কিন্তু তাও বেশীর ভাগ পোষ্ট পড়ে মেজাজ আরো বেশী খিঁচড়ে যায়। শুধুই নেতিবাচকতা, পরশ্রীকাতরতা আর নোংরামী।

ফেসবুকটা বাদ দিয়েছি এই নেগেটিভ টাইপের কথা বার্তার জন্য। বন্ধুবান্ধবদের থেকে ভাল খবর পাওয়ার চেয়ে খারাপ খবর আর গুতোগুত খবরগুলোই বেশী থাকে। সারাটা দিন খেটেখুঁটে এসে টিভিটার সামনে যখন বসি নিউজে শুরু হয় সব এক্সপায়ার্ড লিডারগুলোর বকবকানি। আর এরপরতো চ্যানেলগুলোর বাচাল প্যাচালতো আছেই। জীবন তো এমনিতেই কষ্টকর কিন্তু এই মেডিয়া, সংবাদপত্রগুলো মনে হয় আরো খারাপ জিনিস তুলে ধরতে সবসময় মুখিয়ে থাকে।

একসময় ভেবেছিলাম যে সবাই চলে যাক আমি এই দেশেই এই মানুষগুলোর সাথে পাশে থেকে যাবো। কিন্তু আজ মনে হচ্ছে আমি তো জীবন পার করে দিলাম। আমার বংশধরদের জন্য হলেও আমার বাইরে চেষ্টা করা দরকার। এতে অন্তত হলেই আমার সন্তার এই নেতিবাচকতার পরিবেশ থেকে তো মুক্ত থাকবে।  আপনাদের কার কি মনে হয়? বাইরের দেশে যারা আছেন তারা কি ওখারকার পরিবেশের ব্যাপারে একটু বলবেন কি? পরিশেষে সবাই আগাম ধন্যবাদ।

  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.