আমাদের কথা খুঁজে নিন

   

চালের বাজার অস্থির: বাড়ছে অন্যান্য নিত্যপণ্যের দামও

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

ঢাকা, ২ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): অস্থির হয়ে উঠেছে চালের বাজার। এক সপ্তাহের ব্যবধানে বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা। একইসঙ্গে রমজানকে সামনে রেখে বাড়ছে অন্যান্য নিত্যপণ্যের দাম। এ সপ্তাহে দাম বেড়েছে ভোজ্যতেল, ডিম, আদা, পেয়াজ ও রসুনের। বেড়েছে সব ধরনের মাছের দাম।

সরবরাহ কম থাকায় সবচেয়ে বেশি দাম বেড়েছে ইলিশের। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। তবে স্থিতিশীল আছে মশুর ডাল ও চিনির দাম। বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি কেজিপ্রতি চালের ক্রয়মূল্য ৩ টাকা বাড়িয়ে ২৮ টাকা করার সিদ্ধান্তে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয়। চলতি মৌসুমে সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার মুখে চালের সংগ্রহ মূল্য বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।

রাজধানীর কারওয়ান বাজারের শরীয়তপুর রাইচ এজেন্সির মালিক দীন ইসলাম বলেন, মিলাররা চাল না ছাড়ার কারণে বাজারে দাম বাড়ছে। তিনি বলেন, চালের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। পাইকারি বাজারে মিনিকেট ৩৭-৩৮ টাকা, পাইজম পাইকারি ৩২-৩২.৫০ টাকা, পাইজম (২৮) পাইকারি ৩১-৩৩ টাকা, নাজিরশাইল পাইকারি ৪২-৫০ টাকা, মোটা চাল ২৭.৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্যতেলের মধ্যে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৭৮ এবং প্রতি ৫ লিটারের কন্টেইনার ৪২৫ টাকায়। পাইকারি বাজারে পেয়াজ প্রতি কেজি ১৯, রসুন আমদানি পাইকারি ১২০, দেশি রসুন ১০০-১১০, হলুদ ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। কেজিপ্রতি বেড়েছে ৭০-৮০ টাকা। ইলিশের দাম সাতদিনের ব্যবধানে কেজিপ্রতি ৪'শ টাকা বেড়েছে। গত সপ্তাহে এ দাম ছিল ৬০০ টাকা। মুরগী ব্রয়লার প্রতি কেজি ১৩৫, দেশি মুরগী ২২৫-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

খাসি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ এবং গরু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। (শীর্ষ নিউজ ডটকম/এমআরআর/এমএইচ/১০.৩০ঘ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।