আমাদের কথা খুঁজে নিন

   

আবারও প্রসঙ্গে চালের দাম !!

ভালো মানুষ হতে চাই

অনেক কিছু বলার ছিল, কিন্তু বলা যাবে না। যদি না আবার সংবিধান লঙ্গনের অপরাধে অপরাধী হয়ে যাই। গতকাল আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের মানুষের ভাগ্য ভালো। বিএনপি ক্ষমতায় আসে নি। বিএনপি ক্ষমতায় আসলে মানুষকে ১০০/- টাকায় চাল কিনে খেতে হত।

মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন, বিএনপি র বিগত ক্ষমতা থাকাকালীন চালের দাম ছিল ২২/- থেকে ২৮/-। আর একাধিক 'উদ্দিন' র তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তা বেড়ে হয় ৩৫/- থেকে ৪৫/- টাকা। তখন আমাদের এ প্রধানমন্ত্রী বিভিন্ন নির্বাচনী সভায় অনেক কথা বলেছেন চালের দাম নিয়ে। "১০/- টাকা দরে চাল খাওয়াবেন" এটা বলেছেন কিনা জানি না। তবে এটা বলেছেন, চালের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা হবে।

উনি উনার কথা রক্ষা করার চেষ্ঠা করেছেন। কিছুদিন চালের দাম ৪০/- - ৪৫/- টাকা থেকে ২২/- - ২৫/- টাকায় নামিয়ে আনেন। কিন্তু এটাও বিএনপি র সময়ের চালের দাম হতে কম ছিল না। যাই হোক এ দামটাও তো বেশী দিন ছিল না। এখন চালের দাম আবার ৩৮/- থেকে ৪৫/- টাকার মধ্যে আছে।

ওমুকে কি করল তা দিয়ে তো আর কাম হবে না। বিএনপি খারাপ বলেই তো সাধারণ জনগন আপনাকে ভালো মনে করে প্রধানমন্ত্রী বানিয়েছে। আপনি কি করলেন ? এখনকার সরকার তো চালের দামে বিএনপি কে ছাড়িয়েছে। একাধিক 'উদ্দিন' র তত্ত্বাবধায়ক সরকারকে ছুঁয়েছেন। হযত তাদেরকেও ছাড়িয়ে যাবেন।

আশার কথা, চালের দাম একাধিক 'উদ্দিন' র তত্ত্বাবধায়ক সরকারকে ছাড়িয়ে গেলেও ১০০/- টাকা হবে না। যা বিএনপি আসলে হত। বি.দ্রঃ বিএনপি র নীতি নির্ধারকরা মাননীয় প্রধানমন্ত্রীকে চুপিসারে এ তথ্য দিয়ে গেছেন। যাই হোক আশার কথা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। বাংলাদেশী জীবন সাগরে এটাই আমাদের একমাত্র ভেলা।

আপনার কি ভাবছেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.