আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বাঁচার প্রতিটা স্টাটাসে মৃত্যুর ডায়াগ্রাম

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে গতকাল যে জীবিত ছিলো আজ সে মরে গেছে আজ সকালে যে জীবিত ছিলো সেও মরে গেছে আজ দুপুরের রোদে-বৃষ্টিতে দৌঁড়ানো মানুষটিও এখন বেঁচে নেই আজ সন্ধ্যায় যে হেঁটে এলো রাজপথে এখন তার শবের শরীর আগামীকাল যে হেঁটে হেঁটে সংসদ ঘুরে গেলো আজ সে নেই মাস শেষে বেতন নিতে এসে মালিকের রক্তচক্ষু দেখে ফিরে গেলো যে জন সেও মরে গেছে আগামী দিনে যে বসে বসে ইতিহাস লিখছে সেও এখন অজীবিত সামনের সকল কবি ব্লগার আর লালন ভক্তেরা যত মুখর আড্ডায় মেতেছে, তারাও মৃত আমাদের প্রাক্তন মৃত-শরীরের উপরে ঘাস জন্মে যায় মরার আগেই আমাদের আগাম মৃত-অবয়বে ক্যামেরার ফ্লাশ চমকায় আমাদের বিলবোর্ডে ঝুলে থাকে মৃত্যুর ছবিয়াল আমাদের প্রতিটা নিশ্বাসের ভেতরে মৃত্যুর থিয়েটার আমাদের বাঁচার প্রতিটা স্টাটাসে মৃত্যুর ডায়াগ্রাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।