আমাদের কথা খুঁজে নিন

   

দেশী খবর



গোপালগঞ্জ বাগেরহাটে হরতাল হয়নি প্রিয় দেশ ডেস্কগোপালগঞ্জ ও বাগেরহাটে হরতাল হয়নি। অফিস-আদালত, ব্যাংক, দোকান সব ছিল খোলা, তবে এ দুটি জেলা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। প্রতিনিধিদের পাঠানো খবর : গোপালগঞ্জ : গোপালগঞ্জে হরতাল পালিত হয়নি। জেলার সব অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা ছিল। জেলার সব অভ্যন্তরীণ রুটে যানবাহন চলেছে স্বাভাবিক গতিতে।

শুধু দূরপাল্লার গাড়ি গোপালগঞ্জ ছেড়ে যায়নি। হরতাল আহ্বানকারী বিরোধী দলের কোনো নেতাকর্মীকে রাস্তার কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু বলেন, বিগত কোনো সরকারের সময়েই গোপালগঞ্জের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছু করছে। তাই আমরা হরতাল থেকে বিরত আছি।

তা ছাড়া এখানে দলের সাংগঠনিক অবস্থা ভালো না। দল গোছানো নেই। ছাত্র ও যুবদলের কমিটি নেই। হরতালের জন্য কেন্দ্র থেকে যেসব নেতার সাংগঠনিক সফরে আসার কথা ছিল, তাঁরাও আসেননি। তবে বর্তমান জেলা বিএনপির সহসভাপতি মাহমুদ আলী কবীর দাবি করেন, নানামুখী চাপের কারণে তাঁরা রাস্তায় নামতে পারেননি।

বাগেরহাট : বাগেরহাটে হরতাল হয়নি। শহরের সব রাস্তায় রিকশা, ভ্যান, টেম্পো ও বাস চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজার খোলা ছিল। অফিস-আদালত ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে কাজকর্ম স্বাভাবিক ছিল। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।