আমাদের কথা খুঁজে নিন

   

দেশী মরিচে ঝাল থাকলে দেশী বিজ্ঞানীতেও ঝাল থাকবে পর্ব -১

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility তরুণ বিজ্ঞানী জিয়নের আরও কিছু আবিষ্কার আসাদুজ্জামান সাজু Click This Link Click This Link জের ধরে গুগলে সার্চ দিয়ে আমাদের দেশ পত্রিকা ধরে ফোন নাম্বার বাহির করে কল দিলাম, বললাম আমি ব্লগার , কি হিসেবে কথা বলব বুঝতে পারছিলাম না কারন আমাদের দেশ বা সামুর ব্লগার তথ্যগুলিকে কিছুটা বিকৃত করেছে মনে হল । তাই বললাম যদি আপনি জনৈক ব্যক্তি হয়ে থাকেন তবে আপনার আবিষ্কার ব্যাপার গুলোতে আমি ইন্টারেস্টেড । উনি ফেবু আই ডি বললেন শব্দের কারনে বুঝতে পারি নাই ভাল । তবে উনি আমার ইমেইল এড্রেস চাইলেন আমি দিলাম , তিনি নাকি পাঠিয়ে দিবেন বিস্তারিত । আমি পেলে ব্লগে এই নিয় লেখব ।

ঘর শীতলীকরণ যন্ত্র টা আমাকে আকৃষ্ট করেছে । যদি এটা আকারে ছোট, স্বল্প খরচে যন্ত্রপাতি ও বিদ্যুত এ সম্ভবপর হয় তাহলে রকস ! আদও তার আবিষ্কার নতুন কিনা নাকি কপি পেষ্ট তাও দেখবার বিষয় । ছোট করে দেখছি না , অনেকে অনুদান পাবার আশায় এরকম করে থাকেন । বছর আগে পাথরকুচি থেকে বিদ্যুৎ উৎপাদন হেন তেন কত কিছু শুরু হইছে , কিন্তু বড় ব্যাপার হল আলু থেকেও বিদ্যুত পাওয়া যায় । জনৈক প্রফেসর অনুদানের আশায় ভুগিচুগি করেন , প্রেস কনফারেন্স ইত্যাদি ।

আগে আমাদের দেশে পানি থেকে স্বল্প খরচে জ্বালানী তৈরী করা যাবে এইরকম উদ্ভট খবরও ছেপেছিল ! যাই হোক, আশাবাদী এই তরুনের ব্যাপারে । দেখা যাক, দেশী বিজ্ঞানী কি উপহার দিতে পারে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।