আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল ঠিক না বেঠিক???(লাখ টাকা দামের প্রশ্ন)

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

"দুই বচ্ছর পর হরতাল দিছে,আবার কয় হরতাল ঠিক না!কঠোর হস্তে দমন করা উচিত!!আর যখন বিরোধী দল ছিল তখন যে সরকারের ছয়মাস যাইতে না যাইতেই হরতাল দিছিল তাতে কিছু হয় না?আবার বক্তৃতা দেয় জীবনেও নাকী হরতাল দেবে না। তারা বিরোধী দল হইলেও দেবেনা। হাহ্:,এই মহিলার কথার কোন ঠিক নাই। এ রে ও এর বাপ মা ফ্যামিলির সাথে ব্রাশফায়ার কইরা গুলি কইরা মারা উচিত ছিল। ঐ(রাসেল) ছোট্ট পোলাডারে মারছে।

ঠিকই করছে। নৈলে এতদিনে ত্রাসের রাজত্ব করতো। এক্কেবারে ঠিক আছে। " কিছুখন নীরবতা। ''ঠিক না তো কী!শোনো যারা শেখ মুজীবের ফ্যমিলিরে মারছে তাদের কিন্তু কোন আফসোস নাই।

আর তাদের দোষ দিয়া কী হবে?যখন আরমিরা মুজীবের বাড়ি ঘেরাও করছিল,তখন শেখ কামাল আগে বের হয়ে বাড়ির বাড়ান্দা না ছাদ থেকে ওদের দিকে আগে গুলি ছুড়ছিল। তারপরই যে যার মত পারছে গুলি করছে। এর আগে না,বুজছো?তাইলে দোষটা কার?" উপরোক্ত কথাগুলো আমার না। এক ভদ্রমহিলা আমার পাশে বসে এসব কথা ফোনালাপে বলছিলেন,যার জন্য কোন ভাল মন্দ উত্তর ও দেয়ার সুযোগ বা অধিকার আমার ছিলনা । টের পাচ্ছিলাম আমার ধৈর্যশক্তি অনেক বেড়েছে।

যা হোক,কথাগুলো তবু মনের মাঝে তীরবিদ্ধ হয়ে আছে কেন জানিনা। কেউ বেঠিক হতেই পারে। এজন্য তারা সমালোচনার যোগ্য হতেই পারে। যেমন আওয়ামীলীগ। কিন্তু তাদের সমালোচনা করতে গিয়ে মুজীব ও তার পরিবার হত্যাকে সমর্থন করতে হবে এটা কেমন কথা?আমার তো মনে হয় এমন পরিনতি কেউ শত্রুর ও চাইতে পারে না।

যারা এমন বর্বরোচিত কাজ করেছে তাদের যারা মন থেকে সমর্থন করে তারাও কী ঠিক সমপরিমান বর্বর নয়?নিজেদের জিঘাংসা আর ঘৃনা চরিতার্থ করার জন্য এভাবে কেউ কাউকে বলতে পারে আমার কল্পনার বাইরে,আপনার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.