আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড় কেঁদে দু:খ বাড়ায়,আহল্লাদি মরে অজান্তে.....।

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

বাদাম তলী'র বাঁকে আকাশ ছোঁয়া পাহাড় কাঁদে ছলাক ছলাক কান্নার জল ঝরণা হয়ে ঝড়ে। বাঁশ ঝাড়ের আগায় ইউলিক্লিপটাস,মেহগনি, এক্যাশির ছায়ায় মিস্টি জোছনা, নিয়ন বাতি চুপিচুপি দোল খায় আলো ছায়ায় বাহারি বিরহ পতিত আবেগ অঝোর ধারায় । আহা মরি! মরি! কী তার রূপ বন্যরাণী চলে চুপচুপ আনন্দ নেই, আছে বিষাদ নেই লজ্জা,ক্ষত বিক্ষত অবসাদ গুমরে গুমরে জ্বলা ধূপ বন্যরানী চলে চুপ চুপ । আহারে..প্রকৃতি রয় নিশ্চুপ । সগৌরবে চলছে রেনেসাঁ,খন্ড প্রলয় আধুনিকতার ছোঁয়ায় রক্তাক্ত স্রাব বেলুন নিয়ে ঘুমায় বর্বর জাতিস্মর ফসিলের আশায় পাহাড় কেঁদে দু:খ বাড়ায় আহল্লাদি মরে অজান্তে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।