আমাদের কথা খুঁজে নিন

   

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কি'বা মৃদু বায় । । তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় । পিক কি'বা কুঞ্জে কুঞ্জে ।

। কুউহু কুউহু কুউহু গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় । Click This Link হৈমী-র দেব-উদ্যানে ঘুরতে ঘুরতে এবং বাগানের ফুল-ফলাদি দেখতে দেখতে অদ্ভুত এক ভাললাগায় শরীর-মন আবেশিত হয়ে যাচ্ছিল। দেবউদ্যান নাম দিয়েছি কারণ এটি দেখতে আদতেই এক স্বর্গীয় উদ্যান। তাকে বলছিলাম আমি যে ফুলগুলোর প্রেমে পড়ে যাচ্ছি।

এমন সুন্দর! অবিশ্বাস্য। এমন স্নিগ্ধ এক অনুভূতিতে শরীর মন ছেয়ে যাচ্ছিল। ফেরার সময় দেবউদ্যানের প্রসাদরুপে ফুল-ফলাদির ছবিগুলো নিয়ে এলুম। ছবিগুলোও তার তোলা। তার অনুমতি নিয়ে আর আমার অনুভূতির রঙ মাখিয়ে এখানে প্রকাশ করছি।

সবচে ভালো হয় যদি গানটা শুনতে শুনতে ছবিগুলো দেখেন :-) হৈমী মজার একটা গল্প বলছিল। তাদের বাগানে চড়ুইদের বসার জন্য এবং তারা যাতে এসে পানিতে খেলতে পারে তার জন্য একজায়গায় পানি জড়ো করে রাখা থাকে। প্রতিদিন তাতে পরিচ্ছন্ন এবং নতুন পানি ঢালা হয়। চড়ুইরা সেখানে তাদের জন্য রেখে দেওয়া রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে খায়। মা চড়ুইরা বাচ্চাদের শিখিয়ে দেয় কিভাবে পানিতে ভিজিয়ে খেতে হবে।

বাচ্চারা অনেক সময় পুরো রুটিই ভিজিয়ে পেলে তখন মা চড়ুই দেখিয়ে দেয় কিভাবে শুধু একটু করে ভেজাতে হয়। অনেক মিষ্টি না? ফুলে ফুলে ঢ'লে ঢ'লে - ২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.