আমাদের কথা খুঁজে নিন

   

ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধ



আজ সোমবার, ১৬ ডিসেম্বর। আজ বিজয়ের ৪২ বছর পূর্তি। স্বাধীনতার ৪২ বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম। ইতিমধ্যেই সাজা কার্যকর হয়েছে আবদুল কাদের মোল্লার। যিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

এতো বছর পরে হলেও অবশেষ কার্যকর হলো তার সাজা। এজন্যই এবারের বিজয় দিবস অন্যান্য সববারের চেয়ে আলাদা করে দেখছে সবাই। বিশেষ এই দিনটিকে সামনে রেখে এবার স্মৃতিসৌধকে সাজানো হয়েছে একটু অন্যভাবে। বছরের অন্য সময় যারা এই স্মৃতিসৌধ দেখেছেন তারা হয়তো আর এবার দেখলে চিনতেই পারবেন না। আজ ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

সকাল ৬টা ৩৯ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর একটি দল শহীদদের প্রতি জানায় সশস্ত্র সালাম। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিজয় দিবসের ৪৩তম বছরটি বিশেষভাবে পালিত হচ্ছে।

ঢাকাসহ সাড়া দেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এবার শের-ই-বাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর কুচকাওয়াজ না হলেও সেখানে সৃষ্টি হতে যাচ্ছে নতুন বিশ্বরেকর্ড। সেনাবাহিনীসহ প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে সেখানে তৈরি করা হবে বিশ্বের সবচেয়ে বড় মানবপতাকা। এই অনুষ্ঠান চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মহান এই দিবসে আরো একটি বিশ্বরেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ফ্রিডম’। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী নিয়োজিত থাকায় এ বছর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.