আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার কাজে বেশিরভাগ মার্কিনির সমর্থন

সিএনএন এবং জরিপ সংস্থা ওআরসি ইন্টারন্যাশনাল ৯২৩ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ মার্কিন নাগরিক ওবামার দায়িত্বপালনের বিষয়ে সন্তুষ্ট নয়।
এপ্রিলের প্রথমদিকে একই ধরনের জরিপে ওবামার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছিল ৫১ শতাংশ মার্কিনি। গত সপ্তায় যুগপৎ তিনটি কেলেঙ্কারি নিয়ন্ত্রণে হোয়াইট হাউস দৃঢ় পদক্ষেপ নেয়। ওই কেলেঙ্কারির জেরে পরিকল্পিত কর্মকাণ্ড বাস্তবায়ন হুমকির মুখে পড়ে গিয়েছিল।
গত বছর লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রশাসনিকভাবে দ্রুত কার্যকর উদ্যোগের ব্যাপারে বিতর্ক, অ্যাসোসিয়েটেড প্রেসের ফোনবার্তা যুক্তরাষ্ট্র সরকার রেকর্ড করার অভিযোগ এবং সর্ববাসম্প্রতিক ট্যাক্স কর্তৃপক্ষের বিষয়ে বিশেষ তদন্ত নিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন ওবামা।
রিপাবলিকানরা এসব বিষয়ে ওবামা প্রশাসন ব্যাপকবাবে ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী বলে হৈচৈ শুরু করে দেয়। তবে এসব অভিযোগ দৃঢ়তার সাথেই প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস। শুক্র ও শনিবার পরিচালিত এই জরিপের স্যাম্পলিং বিচ্যুতি ধরা হয়েছে প্লাস-মাইনাস ৩ শতাংশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।