আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে হিজবুল্লাহ

এই পরিস্থিতিতে সিরিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিকযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরো বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সিরিয়া বিষয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি আলোচনা ব্যর্থ হলে এই আশঙ্কা বাস্তবরূপ গ্রহণ করতে পারে বলে ধারণা করছেন তারা। হিজবুল্লাহ লেবাননের একটি শিয়া রাজনৈতিক দল। ইরানসমর্থিত এ দলটির শক্তিশালী একটি আধাসামরিক বাহিনী রয়েছে। সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদও দলটিকে রাজনৈতিক সমর্থন দিয়ে আসছেন।

সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে রোববার কুসাইরে হিজবুল্লাহ যোগ দেওয়ার পর। লেবাননের বেকা উপত্যকার কাছাকাছি সিরিয়ার কুসাইর থেকে সরকারবিরোধী আন্দোলনকারী হাদি আবদাল্লাহ জানান, ওইদিন সকাল থেকেই সিরীয় যুদ্ধবিমানগুলো কুসাইরের ওপর বোমাবর্ষণ করতে শুরু করে এবং প্রতি মিনিটে ৫০টি করে গোলা এসে পড়তে থাকে। এতে অন্তত ৫২ জন নিহত হন। “উত্তর ও পূর্ব দিক থেকে সেনাবাহিনী ট্যাঙ্ক ও কামান থেকে গোলাবর্ষণ করতে থাকে আর দক্ষিণ ও পশ্চিম দিক থেকে হিজবুল্লাহর গেরিলারা মর্টার ও রকেট নিক্ষেপ করতে থাকে,” বলেন তিনি। এদিকে, শনিবার আর্জেন্টিনার ক্লারিন সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ রাশিয়া-যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি আলোচনা তেমন ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন।

সিরিয়ার গৃহযুদ্ধ থামানোর লক্ষ্যে প্রস্তাবিত ওই শান্তি আলোচনা আগামী মাসে জেনেভায় আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু শান্তি আলোচনা নিয়ে আসাদের মন্তব্যে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত সুন্নি বিদ্রোহীদের “সন্ত্রাসী” হিসেবে উল্লেখ করে “সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা”র সম্ভাবনা নাকচ করেছেন তিনি। তিনি বলেছেন, “তারা ভাবছে (রাশিয়া-যুক্তরাষ্ট্র) একটি রাজনৈতিক সম্মেলন দেশের সন্ত্রাসীদের থামাতে পারবে। এটি অবাস্তব ভাবনা।

” তবে মিত্র রাশিয়া ও ইরানের মতের বিরুদ্ধে গিয়ে আসাদ শান্তি আলোচনা বর্জন করবেন কিনা তা এখনো পরিষ্কার নয়। অপরদিকে, শান্তি আলোচনার বিষয়ে বিদ্রোহীরা আগ্রহ প্রকাশ করেছে। সেখানে একটি নেতৃস্থানীয় প্রতিনিধি দল পাঠানোর লক্ষ্যে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠেকে বসছে তারা। ওদিকে, সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লার জড়িয়ে পড়া ও সিরিয়াকে পাঠানো রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার প্রতিটি দৃশ্যপটের জন্য তৈরি হচ্ছে তার দেশ। হিজবুল্লাহকে থামাতে ও অত্যাধুনিক অস্ত্র পাওয়া থেকে তাদের বিরত রাখতে সিরিয়ায় আবারো হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

“ইসরায়েলি নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যা করার আমরা করবো,” বলেছেন তিনি। চলতি মাসে হিজবুল্লাহার কাছে গোপনে অস্ত্র পাঠানো হচ্ছে এই অভিযোগ করে দুইবার সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। এর একটি সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এক অস্ত্র গুদামে ও অপরটি লেবানন সীমান্ত সংলগ্ন একটি এলাকায়। তবে এসব হামলার দায়িত্ব স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইসরায়েল। আসাদের পক্ষ লড়াইয়ে জড়িয়ে পড়া হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.