আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার যুদ্ধ যুক্তি সঙ্গত নয়

সিরিয়ায় যুদ্ধ যুক্তিসঙ্গত নয় নিউ ইয়র্ক টাইমসকে এমনটিই বলেছেন ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেছেন একতরফাভাবে সিরিয়ায় যুদ্ধঘোষণার সিদ্ধান্ত সন্ত্রাসের নতুন ঢেউ তুলবে। বিশ্বের স্থিতি নষ্ট করবে। সিরিয়ার অশান্তির আগুন অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। প্রাণ হারাবেন আরও নিরীহ মানুষ।

 

জি টোয়েন্টি সম্মেলনে সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে মিত্র দেশগুলির সমর্থন নিশ্চিত করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু আন্তর্জাতিক মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হয় তাঁকে। দেশে ফিরে সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে সুর বদলে ফেলেন তিনি।

নিউইয়র্ক টাইমসে একটি আর্টিকলে মার্কিন নাগরিকের কাছে সিরিয়া ইস্যুতে নিজের বক্তব্য তুলে ধরে ভ্লাদিমির পুতিন বলেছেন, রাষ্ট্রসংঘের অনুমতি ছাড়া সিরিয়ায় যুদ্ধ ঘোষণা নতুন সন্ত্রাসের জন্ম দেবে। লাখো লাখো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের মডেল হিসেবে দেখে না, আগ্রাসী শক্তি হিসেবেই দেখে।

রুশ প্রেসিডেন্টের মতে সিরিয়ার মাটিতে মার্কিন সেনা পা রাখলে অশান্তির আঁচ ছড়িয়ে পড়বে অন্যত্র। যার ফলে মারা যাবেন বহু নিরীহ মানুষ। মার্কিন সেনার হানাদারি নষ্ট করবে বিশ্বের স্থিতিকে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.