আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার সামরিক পুলিশ প্রধানের পক্ষত্যাগ

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী সিরিয়ার সামরিক পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবুল আজিজ আল-শালাল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষত্যাগ করেছেন। তিনি তুরস্কে পালিয়ে গেছেন বলে জানা গেছে। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। এক ভিডিও বার্তায় আবুল আজিজ আল-শালাল বলেন, “সেনাবাহিনী সিরীয়দের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং ‘হত্যাকারী চক্রে’ পরিণত হয়েছে। ” তুরস্কে পালিয়ে যাওয়ার পরেই ওই ভিডিও বার্তা প্রকাশ করেন আবুল আজিজ আল-শালাল।

সামরিক বাহিনী সিরীয়দের রক্ষার বদলে গ্রাম ও শহরে গণহত্যা চালাচ্ছে। সামরিক বাহিনীর এ নৃশংস আচরণের কারণে পক্ষত্যাগ করেছেন বলে দাবি করেন তিনি। অনলাইনে পোস্ট করা ওই ভিডিওতে তিনি বলেন, “জাতিকে রক্ষার মৌলিক মিশন থেকে সেনাবাহিনীর সরে আসা এবং হত্যা ও ধ্বংসকারী চক্রে পরিণত হওয়ায় আমি পক্ষত্যাগ ঘোষণা করছি। ” বিরোধীরা যখন দেশের আরও কিছু অংশ দখল করেছে সেসময়ই সরকারের এ উচ্চপদস্থ কর্মকর্তার পক্ষত্যাগের ঘোষণা আসল। সামরিক পুলিশ প্রধানের পক্ষত্যাগকে বাশার আল-আসাদের সরকারের জন্য বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

বিদ্রোহী সূত্রের দাবি, শুরু থেকেই গোপনে বিদ্রোহীদের সহযোগিতা করছেন কমান্ডার। ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র লুআই মিকদাদ বলেন, “কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীদের সহায়তায় তুরস্কে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন আবুল আজিজ আল-শালাল। ” কড়া নজরদারি থাকার পরও সরকারের পক্ষত্যাগ করলেন সামরিক পুলিশ প্রধান। তিনি বলেন, “নজরদারি জোড়ালো করায় পক্ষত্যাগ করা কঠিন হয়ে পড়েছে। ” উচ্চপদস্থ অনেক কর্মকর্তাই পক্ষত্যাগ করতে চান কিন্তু পক্ষত্যাগের ঘোষণা দেওয়ার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেন তিনি।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সামরিক পুলিশ প্রধানের পক্ষত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, জেনারেল শালালের খুব শীঘ্রই অবসরে যাওয়ার কথা ছিল। এরপর আন্দোলনে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। এদিকে অব্যাহত সহিংসতা বন্ধে নতুন করে দামেস্কে বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি। এর আগে সিরিয়ার ২১ মাস ব্যাপী সহিংসতার ইতি টানতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন ব্রাহিমি।

তবে কি কি পদক্ষেপ রয়েছে তা বিস্তারিত জানাননি ব্রাহিমি। সিরিয়ার সরকার আন্দোলনকে বিদেশ সমর্থিত চরমপন্থিদের সমর্থন হিসেবে উল্লেখ করেছে। চলতি সপ্তাহের প্রথম দিকে সরকারবিরোধীরা দাবি করেন, হামা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত হালফায়া শহরে সরকারি বিমান হামলায় ৯০ জনের মতো নিহত হয়। গত বছর মার্চে শুরু হওয়া সহিংসতায় ৪৪ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। প্রধানমন্ত্রী রিয়াদ হিজাবসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা পক্ষত্যাগ করে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন।

গত জুলাই মাসে আসাদের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তিলাস সরকারের পক্ষত্যাগ করেন। গত বছর আন্দোলন শুরুর পর থেকে আলেপ্পোর বাইরের একটি ঘাঁটি থেকেই ২৫০ জনের বেশি সেনাসদস্য পক্ষত্যাগ করেছেন। তাদের অধিকাংশই বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। পক্ষত্যাগে সেনাসদস্যরা ফ্রি সিরিয়ান আর্মি গড়ে তোলেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.