আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি

সিরিয়ায় যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ সোমবার এ খবর জানিয়েছে।

সম্প্রতি সিরীয় উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ও ওবামা-ক্যামরনের সামরিক অভিযানের হুমকির জবাবে রাশিয়া সরকারের মুখপাত্র সার্জেই লাভরভ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশটিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ সহ্য করবে না মস্কো।

সিরিয়া সরকার ও ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সিরিয়ায় কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করা হলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে।

এর আগে রোববার সন্ধ্যায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমাদের সামরিক অভিযান শোচনীয়ভাবে ব্যর্থ হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.