আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানীর খেলা দেখে আর্জেন্টাই সার্পোটারদের ঘুম ভাংগলো?



জার্মানী গতকালের খেলায় অষ্ট্রেলিয়ার সাথে ৪-০ গোলে জিতেছে এটা এখন সবাই জানে। তবুও কিছু বিষয় মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। জার্মানী গতকাল প্রচন্ড প্রতাপের সাথেই খেলে চার চারটি গোল দিয়েছে। এবং খেলা দেখে মনে হলো এবারের বিশ্বকাপে এই প্রথম একটি খেলা দেখলাম যেটাকে সত্যিকারের বিশ্বকাপ খেলা বলা যায়। এবং খেলা এমনই হওয়া উচিত।

অষ্ট্রেলিয়া একেবারেরই খারাপ দল নয়। এশিয়ার অনেকগুলো ভাল ভাল দলকে হারিয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছে। তবুও জার্মানী তাদের যেভাবে নাস্তানাবুদ করেছে তাতে মনে হলো এটা জার্মানীর আগাম বার্তা। কিন্তু কথা হলো অন্য। জার্মানীর সাথে অষ্ট্রেলিয়ার যে ফারাক, আর্জেন্টিনার সাথে নাইজেরিয়ার ফারাকটা তার চেয়ে খুব বেশী নয়।

সেই হিসেবে আর্জেন্টিনার খেলা দেখে সুখ-সাগরে গাত্রস্নান করার কোন সুযোগ নেই। অথচ আর্জেন্টাইন সার্পোটারদের উল্লাস দেখে মনে হয়েছে যে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন দলটিকে হারিয়েছে। যাই হোক আমি আসলে টিপ্পনি কাটার জন্য পোষ্টটি দেইনি। দিয়েছে সত্যিকারের বাস্তবতা উপলব্দি করার জন্য যে সেদিন আর্জেন্টিনা আশানুরুপ ভাল খেলেনি। তাদের খেলাটা জার্মানী-অষ্টেলিয়ার ম্যাচের মতই হওয়া উচিত ছিল।

সুতরাং বহু পথ রয়ে গেছে মামা.... এখনই সুখসাগরে গাত্রস্নান করো না.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.