আমাদের কথা খুঁজে নিন

   

নন্দিনী প্রার্থনা

www.adityaanik.com

নন্দিনী প্রার্থনা আদিত্য অনীক বশিষ্ট ভাইয়া নন্দিনীকে পাঠাওতো একবার খাঁটি দুধ খেয়ে মরি শেষকালে দিনকতক। দুর্গাতো বছর ঘুরতেই ঘুরে যায় বেহুদা খরচের খাতায় ফেলে কাড়ি কাড়ি পয়সা বের করে নেয় কাজের কাজ কিছু হয় না। এখন আর এ কুলে মহিষাসুর নাই কালীর দিব্বি আমরা ওর সাাৎ বংশধর, কতক ছাগলাসুর কতক ভেড়াসুর ধর্ম খুইয়ে দু’চার ঘর সুর যা এসেছিলো আমাদের পাতে পাতে মাছ ভাত খেয়ে এখন কায়স্থ বাড়ির পাঁচক ওরফে শ্যামলা বামুন। আমরাই দেবীর দেখভাল করি ফি বছর। ধর্ম সাী রেখে ঘট পেতে দিব্বি করছি তোমার নন্দিনীর এক গোছা লেজকেশও খোয়া যাবে না।

আমরা একুনে চৌদ্দ কোটি মুখ। অষ্ট্রেলিয়ার গুড়া দুধ খেতে খেতে জিহ্বার পিঠে চয়ড়া পড়ে গেছে। ননি তোলা দুধ খেয়ে খেয়ে বাচ্চাগুলো কাওয়াশিয়রকর রোগে যমুনাপাড়ি গাভীন ছাগলের মত ঝুলে যাচ্ছে দিনকে দিন। এগুলো কেমনে হাকাবে ছক্কা কেমনে দখলে নেবে অষ্ট্রেলিয়া? দু’একটা হাকালেও আন্দামান পেরুবে না। কালা পানি পেরিয়ো না অধর্ম হবেÑ বলে বলে বারোটা বাজালে শুরুতেই।

নইলে ফিরিঙ্গীরা কী করে ঘাটি গাড়ে দেখে নিতাম। আর এখন লোটা রাখার ঠাই মিলে না। পাঠাওতো ভাইয়া তোমার নন্দিনীকে খাঁটি দুধ খেয়ে দেখি দিন কতক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।