আমাদের কথা খুঁজে নিন

   

খবরঃ দেশের ৮০ ভাগ মানুষ জানে না ন্যায়বিচার কোথায় পাওয়া যাবে

You can't buy love on eBay.

দেশের ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষই জানে না বিচারের জন্য কোথায় যেতে হবে, কোথায় গেলে বিচার পাওয়া যাবে। এ জন্য তারা সব সময় ন্যায়বিচার পায় না। ন্যায়বিচার পেতে মানুষের মধ্যে আইন বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতায় বক্তারা এ কথা বলেন। বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম ট্রাস্ট ফান্ড এ বক্তৃতার আয়োজন করে।

(Click This Link) আমার প্রশ্ন হলো, আইন বোদ্ধাদের মতে যে ২০% মানুষ জানে কোথায় গেলে ন্যায় বিচার পাওয়া যাবে অর্থাৎ আইন বিষয়ে সচেতন এবং এদের মাঝে যারা বিচার প্রার্থী হবার আর্থিক সামর্থও রাখে তাদের কত জন ন্যায় বিচার পায়??? যে ২০% মানুষ আইন বিষয়ে সচেতন তাদের সবার আর্থিক সামর্থ নাই আদালত পর্যন্ত যাবার। মনে করেন একটা মোবাইল চুরির মামলা, একজন পেশাদার চুরের বিরুদ্ধে করলে সে প্রথম দিনেই আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছে। আর একই মামলা যদি কোন বিশিস্ট জন বা কোন ভি,আই,পি লোকের বিরুদ্ধে করা হয় তখন একই আদালত জামিনতো দুরের কথা ৩ দিনের রিমান্ড দিয়ে দিচ্ছে (আবার আদালত অবমাননা হয়ে যাচ্ছে না তো?)। কারণ মামলাটি উপরের নির্দেশে হয়েছে। আর আমারা যারা যখনই রাষ্ট্র ক্ষমতায় থাকি তারা সবসময় জপতে থাকি আমরা আইনের শাসনে বিশ্বাসী, আইন তার নিজস্ব গতিতে চলবে।

এমনটা সব সরকারের আমলেই হয়ে আসছে। কিছু কিছু মামলা দেখলেই হাসি পায়, সবাই বুঝতে পারে এই মামলা গুলো কেন করা হইছে, বুঝেনা শুধু তারাই যারা এর সুবিধাভোগী। উলটো এর সপক্ষে বিভিন্ন যুক্তি দেখায়। আর গরীব মানুষের কথা কি আর বলব, ওনাদের জন্মই মনে হয় হয়রানি আর জ্বালাতন সইবার জন্য। ইতালীয় একটা প্রবাদ আছে যার মানেটা এরকম, দাঁতের ডাক্তারের কাছে যদি কেউ কোন সমস্যা নিয়ে যায় তাহলে দেখা যায় যেখানে সমস্যা নাই ওটার ট্রিটমেন্ট আগে হয় অর্থাৎ একটা ভাল অংকের টাকা আগে ভাল দাঁতের পিছেনে খরচ করতে হবে এর পর ডাক্তার যাবেন আসল সমস্যায়।

গবীর মানুষ যারা এমনিতেই আর্থিক অনটনে থাকে আমরা সু্যোগ পেলেই ওনাদের কাছ থেকে আখের মত রস বের করে নেই। আর ন্যায় বিচার!! রাস্ট্রই (সরকার) যেখানে ন্যায় বিচারের পথে অন্তরায় বলে অনেকে মনে করে সেখানে সাধারণ মানুষ পাবে ন্যায় বিচার!!! এখন দেখার বিষয় বিচার বিভাগের উপর সাধারণ মানুষের আস্থা কোথায় গিয়ে ঠেকে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.