আমাদের কথা খুঁজে নিন

   

এভারেস্টে বাংলাদেশের পতাকা



এভারেস্টের চুঁড়ায় বাংলাদেশের পতাকা কে প্রথম নিয়ে গেছেন সেই প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে নির্দিধায় উত্তর দিবেন মুসা ইব্রাহিম। উত্তর ভুল। পাগল নাকি মাথা খারাপ ? আমরাতো জানি মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিমের আগে আরও দুইজন এভারেস্টের চুঁড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে গিয়েছিলেন। তাদের একজনও বাংলাদেশী বা বাঙালী নন।

এভারেস্টের চুড়ায় বাংলাদেশের পতাকা প্রথম নিয়ে যান DAWA SHERPA ২২শে মে ২০০৬ সালে তার ৮ম বার এভারেস্ট জয়ের সময় সার্কভুক্ত সাতটি দেশের পতাকা নিয়ে যান তার সাথে একটি ব্যানারে। সেই ব্যানারে লিখা ছিল Best Co-ordination of SAARC। তাঁর এই অভিযানের নাম ছিল WORLD PEACE EVEREST EXPEDITION । সেই অভিযানে DAWA SHERPA একটি বিশ্ব রেকর্ড করেন , সেটি ছিল সবছেয়ে কম সময়ে (২০ঘন্টা ১৫ মিনিট) তিব্বতের এভারেস্ট বেসক্যাম্প থেকে রওয়ানা দিয়ে এভারেস্ট জয় করে নেপালের নেপালের বেসক্যাম্পে ফেরত আসা। ২০০৬ সালের ২১শে মে রাত ৯টায় তি্ব্বত বেসক্যাম্প থেকে রওয়ানা দিয়ে খারখা এডভান্স বেসক্যাম্প হয়ে ২২ মে সকাল ৮:৪০ মিনিটে এভারেস্ট শিখরে পৌছান।

সেখানে তিনি সার্কভুক্ত ৭ টি দেশের পতাকা স্থাপন করেন। এরপর তিনি নেপালের দিকে যাত্রা শুরু করে বিকাল ৫:১০ মিনিটে নেপালের এভারেস্ট বেসক্যাম্পে নেমে আসেন। দ্বিতীয়বার এভারেস্ট শিখরে বাংলাদেশের পতাকা নিয়ে যান PEMBA DORJEE SHERPA , তিনি ২০০৭ সালের ৮ই মে সকাল ১০:৩৫ মিনিটে এভারেস্ট এর চুঁড়া বাংলাদেশের লাল সবুজ পতাকা স্থাপন করেন। তৎকালীন কাঠমন্ডুস্থ বাংলাদেশ হাইকমিশনার জনাব ইমতিয়াজ আহমেদের অনুরোধে তিনি এভারেস্টের চুঁড়ায় বাংলাদেশের পতাকা বহন করেন। সেই ছবি ২৬শে মার্চ ২০০৮ বাংলাদেশ হাইকমিশন কাঠমন্ডু কর্তৃক মুদ্রিত BANGLADESH IN COLOURS এর ১০১ পৃস্ঠায় আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.