আমাদের কথা খুঁজে নিন

   

এভারেস্টে বাংলাদেশী পর্বতারোহীর করুণ মৃত্যু

ে এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ শেষে নামার পথে এক বাংলাদেশী পর্বতারোহী মোহাম্মদ খালেদ হোসেন (৩৫) ও তার সঙ্গে থাকা অপর এক পর্বতারোহী নিহত হয়েছেন। নিহত অপর পর্বতারোহী দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওই কর্মকর্তা জানান, পর্যাপ্ত গ্যাস না নিয়েই এভারেস্ট জয়ের অভিযান শুরু করেছিলেন এই দুই পর্বতারোহী।

চূড়ায় সফলভাবে আরোহণ করার পর নামার সময় তারা মৃত্যুবরণ করেন। তবে ঠিক কি কারণে তারা মৃত্যুবরণ করেছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। এভারেস্টের সবচেয়ে বৈরী স্থান বলে পরিচিত ‘ডেথ জোনে’ তারা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এদিকে পর্যটনের পরিবেশ স্বাভাবিক রাখতে মওসুম শেষে এই দুই পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হবে বলে জানান ওই কর্মকর্তা। আবহাওয়া অনুকূল থাকায় সম্প্র্রতি কয়েক শ’ পেশাদার ও সৌখিন পর্বতারোহী বিশ্বের সবোর্চ্চ এ পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্যে হিমালয়ের পাদদেশে জড়ো হয়েছেন।

Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.