আমাদের কথা খুঁজে নিন

   

সাদৃশ্য ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

চলমান ধারায় ভেঙ্গে যাচ্ছে ক্ষণে ক্ষণে গড়ে তুলা সুখের মিনার ; আমি পাই যতটুকু, কে যেন আরও পায় কত খুঁজি এলোমেলো পাইনা কিনার ! বাতাসে ভেসে যাও, কেউ বলে হাসো, ঋণ করে ঋদ্ধ হও যতটুকু পারো ; যতটুকু পাই আর ভোগের সীমানা বাড়ে ঘাটে বাধা তরী তবু ভুল পারাপার । নারীর কাছে যাও, হতাশার গন্ধ মুছে হয়ে যাক বেদনার স্বপ্ন কথন ; শুশ্রুষা নাই পেলে, যতটুকু যায়- পাওয়া, ধ্রুব এলোমেলো যতন । এ ভাবেই বেঁচে থাকা, বাঁচতে হয় বাঁচার মতন করে শিখতে হয় পরাজয় ; যাকে তুমি খুঁজো পথে সাদৃ্শ্য সে নয় রাজাকে ভুল নামে, ডেকেছ মহাশয় । লিখন অক্টোবর-১২.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.