আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার দুপুরে কথাকাটাকাটির জের ধরে ছাত্রলীগের একপক্ষের হামলায় অন্যপক্ষের পাঁচজন আহত হয়েছেন। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপ ও আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির-সমর্থিত পক্ষের মধ্যে সংঘর্ষ ব

সর্বদা আপডেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার দুপুরে কথাকাটাকাটির জের ধরে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপ ও আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির-সমর্থিত পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ক্যাম্পাস থেকে শহরগামী বেলা আড়াইটার শাটল ট্রেনটির প্রায় আধঘণ্টা দেরিতে বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়ে। আহতরা হচ্ছেন ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের রাসেল চন্দ্র মজুমদার, গণিতের চতুর্থ বর্ষের তৌফিক হাসান, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের মোহাম্মদ আসিফ, পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের সদরুল ইসলাম ও প্রাচ্যভাষার সুকুমার বিশ্বাস। এঁদের সবাই ছুরিকাঘাতে আহত হন বলে জানা গেছে।

আহতদের মধ্যে প্রথম তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ফখরুদ্দিন প্রথম আলোকে জানান, তাঁরা এখন আশঙ্কামুক্ত। অন্য দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জসীম উদ্দিন ছুরিকাঘাতে পাঁচজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কলা অনুষদ ভবনের কাছে আড্ডা দিচ্ছিলেন মহিউদ্দিন চৌধুরীর-সমর্থিত ছাত্রলীগের নেতা মহসিন করিম রিয়েলসহ অন্যরা।

এই সময় প্রতিপক্ষ নাছিরের সমর্থক ছয়-সাতজনের একটি দল অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। মহিউদ্দিনের সমর্থক ছাত্রলীগের কর্মী গোলাম মোস্তাফার অভিযোগ, ‘নাছির গ্রুপের আরাফাত ও তানভীরের নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল হামলা চালিয়ে আমাদের পাঁচজনকে ছুরিকাঘাত করে। ’ তবে নাছিরের সমর্থক ছাত্রলীগের নেতা ও সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রশিদ হামলার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ অবান্তর। ’


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.