আমাদের কথা খুঁজে নিন

   

ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ :: ২ হাজার মিয়ানমার নাগরিক পুশব্যাক

যখন শুনি কেউ এদেশের খেয়ে-পড়ে দুর্ণাম করে এ দেশের তখন শরীরে জ্বালা ধরে যায়, ইচ্ছে করে পিষে মারি শা__দের।

ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ :: ২ হাজার মিয়ানমার নাগরিক পুশব্যাক[/sb সূত্র: Click This Link মিয়ানমার নাগরিকদের কিছুতেই থামানো যাচ্ছে না। নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়ে জল ও স্থলপথে প্রতিদিন শত শত রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাচ্ছে তারা। আর্থসামাজিক অবস্থায় ঘটছে চরম বিপর্যয়।

কক্সবাজারের উখিয়ার টেকনাফ ও কক্সবাজার নিকটবর্তী বান্দরবনের নাইক্ষ্যংছড়ি দিয়ে স্থলপথে শত শত রোহিঙ্গা নাগরিক নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে। অন্যদিকে, টেকনাফ, সেন্টমার্টিন ও চট্টগ্রাম বন্দর দিয়ে বাণিজ্যের নামে রোহিঙ্গা নারী, শিশুসহ শত শত নাগরিক বাংলাদেশ অনুপ্রেবশ করছে। এই পর্যন্ত গত মাসে অন্তত ২ হাজারের অধিক রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করা হয়েছে। তবে গত এক মাসে কি পরিমাণ রোহিঙ্গা অনুপ্রেবশ ঘটেছে সেই হিসাব সরকারি ও বেসরকারি খাতায় লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। বিডিআর সূত্রে জানা যায়, গত জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত টেকনাফস্থ ৪২ রাইফেল্স ব্যাটেলিয়ান বিওপির বিডিআর সদস্যরা বিভিন্নভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে কয়েক শতাধিক নারী শিশুসহ প্রায় ২ হাজারের অধিক রোহিঙ্গাকে পুশব্যাক করেছে।

তন্মধ্যে নারী শিশু ছাড়াও রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন তথা বাংলাদেশের জামায়াত ইসলামীসহ বিভিন্ন উগ্রপন্থি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত একাধিক বিদ্রোহী গ্র“পও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত মুসলিম এইট নামের একটি এনজিও তাদের সকল প্রকার পৃষ্ঠ পোষকতা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোহিঙ্গা ক্যাম্প উখিয়া, কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় ২৭ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। ভাসমান রোহিঙ্গার সংখ্যা কক্সবাজারের তিন লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। সূত্র: Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.