আমাদের কথা খুঁজে নিন

   

যে কষ্ট পেতে যায়, তাকে ঠেকানো যায় না...

আমার ব্যক্তিগত ব্লগ

আমি আমার কাছের কিছু মানুষকে খুব চেষ্টা করেছি বোঝানোর, যে এখানে আগালেও লাভ নেই। কিন্তু একটা বিশেষ মুহূর্তে কেউ মনে হয় বোঝেনা, বা বুঝলেও মানতে পারে না। এটা অবধারিত, যে সে কষ্ট পাবে। চোখের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে খুব খারাপ লাগে। আমার কিছু বন্ধু ছিল (এখন যোগাযোগ নেই), যাদের কাজ ছিল সবার মনে আশা জাগানো।

আমার এতো খারাপ লাগতো, কি দরকার মানুষকে এভাবে নাচানো। এটা ফান তোমার জন্য, কিন্তু যার সাথে করছ, সে হয়তো সিরিয়াসলি নিচ্ছে....। এদের ঠেকানো যায় না, খুব বেশি হলে রাগারাগি করে আমার সাথে বন্ধুত্ব শেষ। আমার পরিচিত বেশ কিছু মানুষকে দেখেছি, কিভাবে আপ্রাণ চেষ্টা করে, বিপরিত লিংগের কারো মন পাবার। আমি চেষ্টা করেছি, যাতে তারা এরকম না করে, এতে মন তো পায় না।

উলটা সবাই ফান করে এদের নিয়ে, যদিও এটা তারা বোঝেনা বা বুঝলেও গায়ে মাখেনা। আমার ভীষন বিরক্ত লাগে, দেখা যায় বোঝাতে গেলে উলটা আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওরা বোঝেনা, ওদের এই আচরণের কারনে, যে আসত কাছে, সেও আসে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.