আমাদের কথা খুঁজে নিন

   

আধারে রাখতে চাও? নির্বোধ তুমি

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

আধারে রাখতে চাও? তবে সূর্যটাকে সরিয়ে দাও মাথার ওপর থেকে। ডুবাতে চাও জঞ্জালে? অন্ধ করে দাও আমায়,চোখ গুলো উপড়ে ফেলে। স্তব্ধ করে দিবে আমায়? নির্বাক করো আমায় প্রস্তুর যুগে নিয়ে গিয়ে। বঞ্চনার হামাগুড়ি খেলবে আমার সাথে ? চলৎহীন মুর্তি বানাও আমারে দিয়ে। ভস্ম করে দিবে এই দেহকে? জ্বালিয়ে দাও সব,নিঃশেষ হবো দাবদাহে। পারবে কি তুমি নির্জীব আমায় বানাতে? পারবে কি আলোক ছটা আটকাতে? জানি, পারবে না,পারেনি কেউ। নির্বোধ তুমি, অসাড় হয়ে যাবে,যখন ধেয়ে আসবে জাগরণের ঢেউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.