আমাদের কথা খুঁজে নিন

   

আধারে অশ্রু তুই মোর বধু।।

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর......

সখি তোর প্রানে বাধা আমি
তব অঙ্গে অঙ্গে বিজরিত মনে প্রানে
সহিস্নু সেজেও তোকে প্রাতে রাতে সহিনু পারিনি।

তন্দ্রা বিলাশে ভুলে যেতে গেয়ে
ভুলতে পারিনি তোকে।
ব্যাথা-বেদনায়-নিদ্রায় তোর গান গাই,
মনপাখি উড়ে যায় তোর চন্দনের চুম্বনের কাখে,
কপোতির মতো তোকে জড়িয়ে বেধে রাখি
বুকের সাথে রজনি নিকষে।

অজ্ঞাত চোখের অশ্রুজলে তোর চরন ধুয়ে যাই আমি বারে বারে,
পল্লবির ব্যাথা-হাসি, মৃদু গুন্জনে,
কপোলে তোর পানি ধারা;
মুছে যাই তোর হাত বাড়া,
বাহু টেনে তুলে নেই;
কপোল কলা - ঠোঁট বাকা - আঁখি আকা
মোর প্রেয়সি তুই।

তুই নেই - জুই নেই
আকাশে চাঁদ হাসেনা আর।


তুই নেই, প্রেম নেই
লাখো চন্দন মুছে গেছে
তোকে পদ চুম্বনে।

অসংখ্য রমনীবালা
ছেড়াতে পারেনা তোর জ্বালা;
যাহাদেরে দেখিয়াও দেখিনা, সহিয়াও সহিনা,
তোর জ্বালে - বিচ্ছিন্ন মোর ভুবন। ।

বারে বারে কেঁদে কেঁদে ফিরে ফিরে চাই তোর তরে তরে;
নাহি পাই তব তরে তরে;
কোথাও তোর কোন কিছু নেই;
তুই নেই সবকিছু নেই।

এরপরও আধারে অশ্রু ঝরে
তোর গন্ধ আমার নাকে;
স্পন্দনে স্পন্দনে;
নাকে-মুখে-বুকে-প্রানে।







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.