আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে ফেসবুক

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

ইতিমধ্যে অনেক কচলানি হয়ে গেছে। সবাই মনে হয় কচলানি স্বাদ পেয়েছে আমি ছাড়া। তাই ভাবলাম আমি কেন বাদ যাব, আমিও একটু কচলাই। আসুন দেখে নেই কচলানির আরেক উপায় ১ম ধাপঃ /etc/apt/sources.list ফাইলটা খুলুন। তারপর নিচের ৩ লাইন পেষ্ট করে দিন আর এর জায়গায় "jaunty" লিখুন যদি আপনি উবুন্টু ৯.০৪ ব্যব হার করে থাকেন, ৯.১০ অথবা ১০.০৪ ব্যব হার করলে "karmic" , ৮.১০ ব্যব হার করলে "intrepid" আর ৮.০৪ ব্যব হার করলে "hardy"।

deb http://deb.torproject.org/torproject.org main gpg --keyserver keys.gnupg.net --recv 886DDD89 gpg --export A3C4F0F979CAA22CDBA8F512EE8CBC9E886DDD89 | sudo apt-key add - সেভ করার সময় পারমিশন 777 করে নিতে হবে । পারমিশন 777 করার কমান্ডঃ sudo chmod 777 /etc/apt/sources.list ২য় ধাপ: command prompt খুলুন। তারপর নিচের কমান্ড ২টা চালানঃ apt-get update apt-get install tor tor-geoipdb ৩য় ধাপ: সিন্যাপ্টিক প্যাকেট ম্যানেজার থেকে Polipo ইনষ্টল করে নিন। তারপর /etc/polipo/config টা খুলুন এই ফাইলে গিয়ে সবকিছু ডিলিট মেরে এই লিংক থেকে পুরাটা কপি করে config ফাইলে পেষ্ট করুন। সেভ করার সময় পারমিশন ৭৭৭ করে নিতে হবে।

তারপর নিচের কমান্ডের মাধ্যমে polipo রিষ্টার্ট দিন /etc/init.d/polipo restart ৪র্থ ধাপঃ এই ফায়ারফক্স এডঅনটা ইনষ্টল করুন টর বাটন টা এনাবল করে নিন। শেষ ধাপঃ ফায়ারফক্স রিষ্টার্ট দিন। ব্রাউজ করুন http://www.facebook.com/ আরো কচলাইতে চাইলে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.