আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে গ্রাব ২ পুনোরুদ্ধার..

মন খুলে কথা বলুন....

আমরা প্রত্যেকেই যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তাদের মধ্যে উবুন্টু এখন জনপ্রিয় হয়ে পড়েছে। আসলে উবুন্টুর সব ফিচারের জন্যই এটা দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। তবে যারা উবুন্টু ব্যাবহার করেন তারা পাশাপাশি উইন্ডোজও ব্যাবহার করে থাকেন। অর্থাৎ ডুয়েল বুট দ্ধারা উবুন্টু আর উইন্ডোজ চালান। এক্ষেত্রে আসলে সমস্যা হয় কি যেহেতু উইন্ডোজ মানে সবসময় ভাইরাসের আক্রমণ লেগেই থাকে, তাই দুইদিন পরপর সেটআপ দেয়া লাগে।

এর ফলে উবুন্টু আর পাওয়া যায় না। তখন সকলে মনে করেন যে উইন্ডোজ ইন্সটল দিলে আবার উবুন্টুও সাথে করে দিতে হবে। কিন্তু আসলেই এটা ঠিক না। উবুন্টুতে গ্রাব পুনোরুদ্ধার করে আবার ফিরিয়ে আনা যায়। এখানে আমি উবুন্টু ৯.১০ ভার্সনের গ্রাব অর্থাৎ গ্রাব ২ কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করব।

প্রথমেই আপনি আপনার ডিস্ক ট্রেতে উবুন্টুর সিডি লাগিয়ে লাইভ সিডি চালান। তারপর আপনি আপনার পিসিতে যে অংশে উবুন্টু ইন্সটল করেছিলেন অর্থাৎ আপনার পিসির filesystem এ গিয়ে রাইট ক্লিক করে properties এ যান। ঐখানে আপনার পার্টিশনের নাম থাকবে। নীচের ছবি অনুসরন করুন। এখন টারমিনাল খুলে নীচের অংশ টাইপ করুনঃ $ ls /media/40521c5b-dadb-42a9-a67a-ce66a87220cc এখন এই কমান্ড দিলে দেখবেন আপনার উবুন্টু পার্টিশনের পরিচিত কিছু ফাইল/ফোল্ডারের নাম দেখাচ্ছে।

তাহলে আপনি নিশ্চিত হলেন যে এইটাই আপনার উবুন্টুর পার্টিশন। গ্রাব ইন্সটলের জন্য নীচে লিখুনঃ $ sudo grub-install --root-directory=/media/40521c5b-dadb-42a9-a67a-ce66a87220cc /dev/sda ব্যাস কাজ শেষ। আপনি আপনার গ্রাব ২ পুনরায় ফিরে পাবেন। এখন রিস্টার্ট করে উবুন্টুতে ঢুকে আবার টারমিনাল খুলে লিখুনঃ $ sudo update-grub এখন আপনার কাজ শেষ। আপনি এখন ডুয়েল বুট করতে পারবেন মানে একসাথে উইন্ডোজ আর উবুন্টু ব্যাবহার করতে পারবেন।

এখন আর উইন্ডোজ ইন্সটল দিলে সাথে করে উবুন্টুও ইন্সটল দেয়া লাগে না। স্কীণশটসহ দেখতে চাইলে আমারব্লগে প্রবেশ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.