আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে গুগল ক্রোম

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
আমরা যারা লিনাক্স ব্যবহারকারী তারা ফায়ারফক্স ও অপেরার উপর নির্ভরশীল। উইন্ডোজে গুগল ক্রোম থাকলেও তা লিনাক্সের জন্য নয়। তবে ওপেন সোর্সের জন্য গুগল ক্রোমের মত আরেকটি ব্রাউজার আছে যার নাম ক্রোমিয়াম। গুগল ক্রোম কিন্তু ক্রোমিয়ামে উপর ভিত্তি করে বানানো। আপনারা একবার চেখে দেখতে পারেন কেমন আমাদের উবুন্টুর ক্রোম ব্রাউজার।

প্রথমে টার্মিনাল খুলে নিচের কমান্ড রান করুন। sudo gedit /etc/apt/sources.list source.lst ফাইলটি খুলবে এবং তাতে নিচের লাইন দুটো যোগ করে সেভ করুন। deb Click This Link karmic main deb-src Click This Link karmic main ফাইল বন্ধ করে টার্মিনালে নিচের কমান্ডটি দিন। sudo apt-key adv —- recv-keys –- keyserver keyserver.ubuntu.com 0xfbef0d696de1c72ba5a835fe5a9bf3bb4e5e17b5 এবার সোর্স লিস্ট আপডেটের এবং ক্রোমিয়াম ইন্সটলের জন্য নিচের কমান্ড রান করুন। sudo apt-get update sudo apt-get install chromium-browser ব্যস, আপনার কাজ শেষ।

আপনি ইন্সটল করে ফেললেন লিনাক্সের ক্রোম। এবার ঢুকে পড়ুন আন্ত:জালের জগতে ক্রোমিয়ামের হাত ধরে। উল্লেখ্য, বাংলার জন্য এখনও ফায়ারফক্সই সেরা। অপেরা বা ক্রোমিয়ামে বাংলা ভাল আসবেনা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.