আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে এসে বাংলা লিখছি যেভাবে।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

উবুন্টুতে এসে প্রথমে খুবই হতাশ হয়েছিলাম এই ভেবে যে উইন্ডোজ তো অভ্র সফটওয়্যার দিয়ে লিখতাম ইউনিজয় লেয়াউটে কিন্তু এখানে তো লিখতে পারছিনা । আর অভ্র তো উবুন্টুতে সাপোটর্ করে না। তারপর বিভিন্ন ব্লগ ও ফোরামে ঘুরে ফিরে তেমন কিছুই পাচ্ছিলাম না। অভ্র দিয়ে লেখা য়ায় তবে তা ফনেটিক লেয়াউটে আমি আমার ফনেটিকে লিখতে পারিনা।

তারপর খুঁজে পেলাম আমাদের প্রযুক্তির এই পোষ্টটি। তারপর এখন থেকে খুবই ভালভাবে ইউনিজয় লেয়াউনে বাংলা লিখতে পারছি। এখন আর বাংলা লিখতে অভ্র সফটওয়্যারের দরকার হয়না। ইউনিজয় লেয়াউটে লিখতে আমাকে যা যা করতে হয়েছে। * System > Preferences > IBus Preferences * যে উইন্ডো তে আসবে তাতে Yes চাপুন।

* Show input method name on language bar এ টিক চিহ্ন দিন। * ঐ উইন্ডোরেই Input Method ট্যাব এ যান। সেখানে Select an input method এ Bengali > Unijoy সিলেক্ট করে এড করুন। * এই উইন্ডোর Advanced ট্যাব এ Use system keyboard layout এর টিক মার্ক টি তুলে দিন। * Close করে বের হয়ে আসুন এবং পিসিটি রিস্টাট করুন।

তারপর যেখানে ইচ্ছে লিখুন ইউনিজয় লেয়াউটে বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.