আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা বাজি (bacha bazi) : আফগানিস্হানে প্রচলিত বিকৃত শিশু (যৌন) নির্যাতনের সংস্কৃতি।

Everyone is entitled to my opinion.
The dancing boys of Afganistan: আফগান পরিভাষা 'বাচ্চা বাজি'র আক্ষরিক অর্থ করলে ইংরেজীতে বলতে হয় 'Boy Play' আর বাংলায় বললে বলতে হয় "বাচ্চা ছেলেদের নিয়ে খেলা"। কি এখনও বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আরেকটু খুলে বলি। ১০ - ১৫ বছরে বয়সী ছোট ছোট বাচ্চা ছেলেদের মেয়েদের পোষাক পরিয়ে তাদেরকে দিয়ে নাচ-গানের মাধ্যমে মনোরঞ্জন শেষে বিকৃত যৌন আনন্দের জন্য যখন ব্যবহার করা হয় তখন তাকে 'বাচ্চা বাজি' বলে। গতমাসে পিবিএস নেটওয়ার্কের ফ্রন্টলাইন অনুষ্ঠানে আফগানিস্হানের এই অতি প্রাচীন কাল থেকে চলে আসা প্রথাটির উপর একটি ডকুমেন্টারি প্রচার করে। ডকুমেন্টারিটির নাম ছিলো "The dancing boys of Afghanistan". আফগান সাংবাদিক নাজিবুল্লাহ কোরায়শীর এই তথ্যচিত্রে দেখানো হয়েছে পিতা-মাতাহীন রাস্তার এতিম ছেলেদের কিংবা কখনও কখনও অত্যন্ত গরীব ঘরের ছেলেদের টাকার বিনিময়ে কিনে নিয়ে কিভাবে সমাজের প্রভাবশালী এবং ক্ষমতাবান লোকেরা এদের দিয়ে বিকৃত মনোরঞ্জন শেষে যৌন নির্যাতন করে থাকে।

টাকার বিনিময়ে কিনে নেয়া এই এই ছেলেগুলোর নতুন মনিব (Master) নিয়ন্ত্রণ করে এদের জীবনের সবকিছুই। এরকম একজন মনিবের আস্হা অর্জন করে তার সাথে ঘুরে ঘুরে কোরায়শী তুলে ধরেছেন আফগানিস্হানের অন্ধকারতম একটি জগতের। দস্তগীর হলো এরকমই একজন 'বাচ্চা বাজি'র মনিব যে কিনা একজন প্রাক্তন মুজাহিদীন কমান্ডার এবং দিনের বেলায় গাড়ী ব্যবসায়ী। কিন্তু রাতের বেলায় দস্তগীর এক অন্য মানুষ। দস্তগীরের আস্হা অর্জন করে কোরায়শী বের করে এনেছেন এই অন্ধকার জগতের অনেক চাঞ্চল্যকর তথ্য।

তুলে ধরেছেন কিভাবে প্রভাবশালী ওয়ার লর্ডরা একে অন্যের সাথে প্রতিযোগীতার মাধ্যমে মালিক হয় এইসব ছেলেদের এবং তাদের বাধ্য করে অমানবিক এবং অনৈতিক সব কার্যকলাপে। মিস্তরী হলো একজন প্রাক্তন সিনিয়র কমান্ডার যার সাথে প্রধান প্রধান সব ওয়ার লর্ডদের রয়েছে যোগাযোগ। তার নিজের ভাষ্যমতে সে নিজেও এরকম একটি ছেলের মনিব ছিলো। কারণ প্রত্যেক কমান্ডারই একজন পার্টনার ছিলো। আর কমান্ডারদের মধ্যে এনিয়ে প্রতিযোগীতা হতো।

তার না থাকলে নাকি সে তাদের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে পারত না। সরকারের প্রভাবশালী লোকেরাও এর সাথে জড়িত। বিশেষ করে পুলিশের উচ্চ পর্যায়ের অফিসারদের। অনেক ছেলেই বিভিন্ন সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের সে চেষ্টার পরিণতি যে খুব একটা ভালো হয়নি সেটা আর বলে দেবার অপেক্ষা রাখে না। পিবিএসের আলোচ্য অনুষ্ঠানটি শফিক (ছদ্মনাম) নামের একটি ১১ বছরের বাচ্চাকে ফোকাস করে করা হয়েছে।

মূল প্রোগ্রামটি ৫৫ মিনিটের। হাতে সময় থাকেলে পুরোটা দেখে নিতে পারেন। আমার মত আপনারও বাকরুদ্ধ হতে বাধ্য। তবে আপনাদের কষ্ট কমানোর জন্য ইউটিউব থেকে অন্য আরেকটি ছোট দেখে একটা ভিডিও লিঙ্ক দিলাম। এটা দেখলেও আপনার অনুভূতি কেমন হবে সেটা আমি সহজেই অনুমান করতে পারি।

পিবিএস লিংকঃ Click This Link যাদের কাছে এই তথ্য যথেষ্ঠ বলে মনে হবে না তারা কষ্ট করে ইউটিউবে 'bacha bazi' লিখে সার্চ দিয়ে এরকম অসংখ্য ভিডিও থেকে কৌতুহল মিটিয়ে নিতে পারেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.