আমাদের কথা খুঁজে নিন

   

আবেগের মৃত্যু

কবিতার ছেলে।

পৃথিবীর বর্বর মানুষগুলো প্রেমহীন এক একটা প্রকান্ড উদ্ভিদ যেন তবু কেন ভালবাসা জাগে এ মনে এ হৃদয়ে বিষাক্ত প্রেম আসে কেন? পৃথিবীর সহজ সরল যত প্রাণ সহসা জরায় কেন এই প্রেমফাঁদে অভিমানী চোখ নিয়ে ভাবে সারাখন কখনো সে চোখ কেন ডুমরিয়ে কাঁদে? মানবসৃষ্ট এই অবলা সমাজে অভিমানী আবেগের নেই কোনো দাম প্রেমহীন এইসব উদ্ভিদমাঝে বিশ্বাস কেন আজ অবিশ্বাসী নাম? স্বর্গীয় প্রেম সেতো কবেই ডুবে গেছে আধুনিক মানুষের যন্ত্রসাগরে তাইতো মনকে বলি বিষন্ন হয়ে আবেগ তোমার যত যাক সবই মরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।