আমাদের কথা খুঁজে নিন

   

আবেগের চিতায় ..!!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

নীল শাড়ি,নীল টিপ,সোজা চুলের কাঁটা কপোল চুঁইয়ে পরা বৃষ্টির ফোঁটা কিছুই ডাকে নাই আমায় মনটাই শুধু হারিয়ে গেল । শান বাঁধানো ঘাট,টলমলে শ্যাওলা পাতা জল, পাড়ের সুন্দর ফুল শোভিত বিন্যাস কিছুই প্রাণে দেইনি দোলা ডুবে গেছি শুধু পুকুরের অতলে। অংগের চাহনী সুতীব্র সুদেস্নার কলেবর অধরে জমে উঠা স্মৃতির নির্মোঘ শিশির উযান বক্ষ দু্য়ারে উষ্ন ফোয়ারা উদ্বায়ী বাতাস তো আমায় ডাকে না আছি আমি আবেগের চিতায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।