আমাদের কথা খুঁজে নিন

   

আবেগের কান্না

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - আমি কারো চোখে দেখেছি ভালোবাসা থেকে পাওয়া অবহেলা , কষ্টার্জিত আবেগের কান্না দেখেছি । দেখেছি বাস্তবতা কে মেনে নিতে গিয়ে মুখ লুকিয়ে কান্না করা কে । অর্জন আর হারানো কে খুব কাছে থেকে দেখেছি সেই মানুষ গুলোর চোখে দেখেছি তীব্র ঘৃণা থেকে নিজেকে আড়াল করে রাখতে । স্বপ্নঅর্জিত ভাগ্যের কাছে পরাজয় মেনে নিয়ে আশ্রুর ফোঁটা গুলো কে দেখেছি ।

কারো হৃদয়ের গহীনের শেষ চাওয়া পাওয়া গুলোকে মলিন হতে দেখেছি । কষ্ট পাওয়া মানুষ গুলোকে ঠোঁটের কুনে লকিয়ে রাখা অপেক্ষার হাঁসি দেখেছি আমি । আর কি দেখাবে তুমি আমাকে আমি জীবন টাকে খুব কাছে থেকে দেখেছি । যেখানে দেখেছি বেঁচে থাকার নামে মিথ্যা অভিনয় । আমি দেখেছি বর্ণহীন স্বপ্ন কে আমি খুব কাছে থেকে দেখেছি অন্ধকার আর আলোর সংমিশ্রণ কে ।

সত্যিই আমি খুব কাছে থেকে দেখেছি আমার এই জীবন টাকে আর কি দেখাবে বল ? কি দেখাবে তুমি আমাকে ?? " ইমরান নীল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।