আমাদের কথা খুঁজে নিন

   

ডিস্কো আর ডিস্কি



আমার আম্মুর অভ্যাস হল একটুখানি শরীর খারাপ হলেই হোমিওপ্যাথের কাছে দৌড়ানো। নিজেতো যাবেই। সাথে সাথে আমাকেও নিয়ে যাবে। বিশেষ করে আমি। ছোটবেলা থেকে অসুখ-বিসুখ লেগেই থাকতো আর একেকদিন একেকজন ডাক্তারের কাছে যেতে হতো।

ডাক্তার দেখা যেতো এক-দেড় ঘন্টা ধরে প্রশ্নের পন প্রশ্ন করছে, মোটা মোটা বই খুলে কি কি সব পড়ছে, তারপর গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট ছোট পুরিয়া নয় মিষ্টি মিষ্টি বড়ি ওষুধ দিয়ে দিতো। এই ওষুধটার লোভেই আমি আরো বেশি বেশি যেতে চাইতাম। একবার এক ডাক্তারের কাছে গেছি। অল্প কয়টা প্রশ্ন করে উনি বই খুলে বসলেন। আম্মুও ধৈর্য নিয়ে বসে আছে।

কিন্তু আমিতো উসখুস করছি। 'কি করবো? কি করবো?' সামনে দেখি একটা পত্রিকা। পড়ছি.......এক কোণায় দেখি একটা ছড়া দেয়া। ছড়াটা এত মজার! এখন এই ছড়া কিভাবে আনি? ছড়াটা ছোট্ট ছিল। তাই আমি মুখস্থ করে নিলাম।

আর বাসায় এসেই টুক করে লিখে রাখলাম। ডিস্কো আর ডিস্কি কম-কম-পিউটার কমপ্লিট ডিস্কে সাইবার ক্যাফে গিয়ে মন বাধা ইশকে ছেলে ডিস্ক ডিস্কো মেয়ে ডিস্ক ডিস্কি ডিস্কো আর ডিস্কি ভালবাসা রিস্কি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.