আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট: যে দৌড়ের শেষ নেই!

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
১০০ মিটার, ২০০ মিটার থেকে শুরু করে ম্যারাথন- যা ই হোক দৌড়ের শেষ আছে। আছে ১ম, ২য় বা ৩য় স্থান অধিকারের তাৎক্ষনিক সুযোগ। আমলাদের দৌড়ের ও শেষ আছে। সচিব হতে পারলেই আম-আমলা ঢেকুর গিলেন। উচ্চাভিলাষী কয়েকজন হা পিত্যেশ করতে থাকেন মন্ত্রিপরিষদ সচিব বা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ার জন্য।

তবে রেগুলার আমলার ভাগ্যে খুব কমই অধুনা সে পদদ্বয় জুটছে। গোরস্থানগামী অব: দেরকেই সে পদে দেখা যাচ্ছে। এক্ষেত্রে ড: কামাল সিদ্দীকীর উদাহরন জ্বলজ্বলে। ১৯৯১-৯৬, ২০০১-০৭ দু'দফায়ই তিনি প্রবীনসুন্দরী প্রধানমন্ত্রীকে ২৪/৭ মন্ত্রনা জুগিয়েছেন। নিজের প্রজ্ঞা সম্পর্কে আগাম আচঁ করতে পারা মিলিটারী মেজর হতে পারলেই বর্তে যায়।

কেহ কেহ প্যারড করতে থাকে মে:জে: হবার ক্ষীন আশায়। ফুল জে: হতে পারলে ইহজনমে আর কোন অভিলাষ অপূর্ন থাকেনা। তবে দরিদ্রতা, দুর্নীতি, দূষন কবলিত বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, রুয়ান্ডা, নাইজেরিয়া, থাইল্যান্ড এসব দেশে ইন্টারমিডিয়াট পাশ করে মিলিটারী স্কুলে ঢুকলেই কোন কোন সপ্নবাজ ভ্রস্টাচারী ক্যাডেট ভাবতে থাকে 'নিশ্চয়ই: একদিন প্রেসিডেন্ট হওয়া যাইবেক!' তা ও একটা সীমা টানা যায়। কিন্তু কর্পোরেটের দৌড়? সে নিজেও জানেনা! ক্ষুদে ম্যানেজম্যান্ট ট্রেইনী ভাবে সে ই সব। কিছুদিন যেতে না যেতে দেখে মরুভুমির বালুকণা বালক।

তবে বালিকাদের হুশ হয় আরেকটু পরে। সদ্যস্নাতক তরুনীর মধ্যাহ্ন যৌবনের তেজে (যদি থাকে) খটাখট ভেংগে যায় ম্যানেজার ও আশেপাশের সিঁড়ি। তারপর তেজ কমে গোধুলী এলে সিঁড়ি আর ভাংতে চায়না। সত্যি সত্যিই তখন 'কাজ' জানতে হয়। সে যাকগে বালিকা বেলা।

বালকগাথাঁয় আসি। ৬ ডিজিটের মজুরী না হলে আর চলেনা দুনিয়া। হল তবে তাই। ও মা তার পর বালকের কুলোয় না! কাজ করার সুযোগ নেই। সব সিঙ্গাপুর থেকে স্থির করে দেয়া।

ঢাকার স্যুট টাই পারফিউম শুধুই কূলী নিমিত্ত। যেতে হবে সিঙ্গাপুর! এসব খেরোখাতা লিখতে লিখতে জানালা দিয়ে উকিঁ দিল বন্ধুদের স্ট্যাটাস। এ কি! এ কি! ৫ বছর আগেই যে হাফপ্যান্ট মহসিন সি ই ও!! ওরে এ কি হল। দৌড়! আরো জোরে দৌড়। পাদটিকা: কর্পোরেট হল শ্লথ-গতিতে প্লাটফরম ছেড়ে যাচ্ছে এমন একটি ট্রেন।

আর এর কর্মীরা বগীর হ্যান্ডেল ধরে দৌড়াচ্ছে এতে উঠার জন্য। দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে!! দৌড়াচ্ছে! দৌড়াচ্ছে!! উঠতে পারছেনা। কখনো পারবে ও না!!!!!!!!!!!!!!!!!!!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.