আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট টিপস্ -৩ : কর্পোরেট অরণ্যে ছোট চারাগাছ ?



বনের মাঝে গাছ হয়ে জন্মানোর জ্বালা অনেক । ছোট গাছ যারা এখনও বৃক্ষ হয়ে উঠেনি, যাদের শিকড় এখোনো প্রথিত হয়নি মাটির অনেক গভীরে, বিপদটা তাদের । বুকের গভীরে এদের সুবিশাল বৃক্ষ হয়ে উঠার বহু লালিত স্বপ্ন । তাই অনেক ভাবনা চিন্তা এদের । বনের মধ্যে কোন স্থানটি তার জন্য নিরাপদ ? কোন স্থানটি স্বল্প-মেয়াদে বা দীর্ঘমেয়াদে তার বিকাশের জন্য সহায়ক ? ঝড়-ঝাপটায় তার করণীয় ? ইত্যাদি ইত্যাদি ..... বড় বৃক্ষের আশ্রয়ে দীর্ঘমেয়াদে এদের বিকাশ বাধাগ্রস্থ হওয়ার ঝুঁকি থাকলেও স্বল্পমেয়াদে অনেক সময় তা নিরাপদ ও লাভজনক হয়ে থাকে।

কারন ছোট খাটো ঝড়-ঝাপটা যা আসে তা বড় গাছেদের উপর দিয়ে যায়, তাতে ছোট গাছদের গায়ে আঁচড়ও লাগে না । উপরন্তু পরগাছা ধরণের ছোট গাছেরা বড় গাছের উপর নির্ভর করে দ্রুতই বেশ ডাগর ডাগর হয়েও উঠতে পারে । কখনো কোনো বড়মাপের ঝড় আসলে, তা বড় গাছেদের উপর দিয়েই যাওয়ার কথা এবং ছোট গাছেদের জন্য তা বিপদজনক হওয়ার কথা নয়। কিন্তু ঝড়ের বিপদ থেকে রক্ষা পেলেও বিপদ অন্য জায়গায় । ঝড়ে যদি বড় গাছেদের পতন হয় বা ভেংগে পড়ে তাহলে তার চাপে আশেপাশের ছোট গাছেদের বিশেষ করে পরগাছাদের ভবলীলা সাঙ্গ হয়ে যায় ।

অন্যদিকে, কোন বড় বৃক্ষের আশ্রয়ে না থাকারও অনেক বিপদ। যাবতীয় ছোট-খাট ঝড় ঝাপটা সামলাতে সামলাতে এরা বিপর্যস্ত হয়ে পড়ে । শিকড় মাটিতে গেঁড়ে বসার আগেই উপড়ে পড়ে সামান্য ঝাপটাতেও । আর এভাবেই অকালেই মরে যায় ভবিষ্যত বৃক্ষ হয়ে উঠার অনেক অপার সম্ভাবনার স্বপ্নেরা । ২. যদি আপনি ছোট গাছ হয়ে থাকেন, তাহলে আপনাকে অনেক কিছু ভেবে চলতে হবে।

কর্পোরেট অরণ্যে কোন স্থানটি আপনার জন্য নিরাপদ ? কোন স্থানটি, কোন আশ্রয়টি স্বল্প-মেয়াদে বা দীর্ঘমেয়াদে আপনার ক্যারিয়ার বিকাশের জন্য সহায়ক ? ঝড়-ঝাপটায় আপনার করণীয় ? ইত্যাদি ইত্যাদি ..... তাই তাই সাবধান ! হায়রে এত সমস্যা কর্পোরেট অরণ্যে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.