আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট দাস

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । ইচ্ছে করে পৃথিবীটাকে গুড়িয়ে দেই মাড়িয়ে দেই দুঃখভরা পৃথিবীটাকে । ছোট্ট বেলার সুখটুকু চাই হরেক রকম সুখ সকল কাজের সুখ । ভূলগুলো যে কেড়ে নিল সরল মনের সুখ ।

মানুষ চেনার ভুল কর্পোরেটের দুনিয়াটা না বুঝতে পারার ভুল সূক্ষ্ন কোন কারচুপি না বুঝেই হুলস্থূল । ইচ্ছে করে ধরনী দ্বিধায় লুকাই নিজের মুখ অথচ থাকা উচিত ছিল এক গর্ব করা বুক । মুক্তমনা হলাম যে আজ স্যুটপড়া এক দাস পাই না খুজে বাঁচার মানে বাকীরা কি পাস ? ইচ্ছে করে নিজের গালে মারি একটা চড় কর্পোরেটের কুকুর আমি লাগে তবু ডর । টাকার কাছে বিক্রি আমি নাই যে নিজের মান মাঝে মাঝে বুকে জমে গোপন অভিমান । ইচ্ছে করে বলেই ফেলি চেপে রাখা ঐ মিথ্যেগুলি ।

আপনারে শত প্রলয়ে করি শুধুই ধিক্কার । করিতে পারিনা বাদ প্রতিবাদ কিংবা ন্যায্য হুংকার । বুকের ব্যথা বুকেই চেপে করি গোপনে চিৎকার । শুধু সয়ে যাওয়াই যেন নিয়তি এভাবেই কি হবে জীবনের ইতি ? নীরবে দেখে যাওয়াই কি কর্পোরেট রীতিনীতি ? জীবনটা আজ বড় ঘৃণ্য সমাজে আমি যেন এক পণ্য প্রতিবাদের ভাষা আজ বড় বেশি বিপন্ন । তবু কর্পোরেটকে করে চলেছি সম্মান সেই আজ আমাকে করছে টাকার গর্বে গরীয়াণ ।

আজ আমি টাকা বানানোর এক যন্ত্র ভুলে মনুষ্যত্বের চেনা সব মন্ত্র । স্বার্থপরতাই বুঝি কর্পোরেটের আদি অন্ত ? তাতে বিলীন জীবনের যে সুযোগ ছিল অফুরন্ত । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.