আমাদের কথা খুঁজে নিন

   

ভোজন অভিজ্ঞতা

অসম্ভবের উদ্দেশ্যে ধাবমান একজন মানুষ !!!

বছর চার আগের কথা। বুয়েটে ভর্তি হওয়ার পর তখন আমরা মাত্র হলে উঠেছি। আমাদের এক বন্ধু পলাশ আর আমি এক রুমে সীট পেয়েছি। পলাশ আবার খুবই ভোজনরসিক। আমাদের হলের ডাইনিং-এ একদিনের ঘটনা।

আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর পলাশ এল খেতে। সেদিন মাছ তরকারি রান্না করা হয়েছিল। আমাদের খাওয়া শেষে ঝুটার প্লেটটা রাখা ছিল টেবিলের উপরে। পলাশ সেদিন ছিল খুব তাড়াহুড়োম মধ্যে, টেবিলে বসেই কোনদিকে না তাকিয়ে সামনে রাখা বাটিটাকে ভর্তার বাটি মনে করে প্লেটে নিয়ে নিল। আমরা তখনো ব্যাপারটা খেয়াল করিনি।

এদিকে কিছুক্ষণ খাওয়ার পর পলাশ বলল, আজ ভর্তাতে অনেক কাঁটা, কিসের ভর্তা রে এটা ? আমরা তখন খেয়াল করে দেখি, ভর্তা মনে করে আমাদের বন্ধু যেটা খাচ্ছে সেটা আসলে ঝুটার বাটিতে ফালানো আমাদের মাছের কাটা-কুটো। ততক্ষণে ডাইনিংএ হাসির রোল পরে গেছে। ব্যাপারটা যখন পলাশের বোধগম্য হল তখন তার মুখখানা বিকৃত হয়ে গেল, সেই চেহারা মনে পড়লে আজও আমরা হাসি চেপে রাখতে পারি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।