আমাদের কথা খুঁজে নিন

   

ক্যানভাসে অসহায় শিল্পীমন...

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

মনের ভিতর হরিদ্রাভ সুখ। হলুদ পাখির ডাকাডাকি শুনি একদিন পৌষের শেষে না ছায়া না রৌদ্রঝিলিক বিকেল; অরণ্যের সবুজাভ ছায়ায় আঁকি প্রিয়তমাষুর মুখের আদল ফড়িং আর প্রজাপতির মখমল আবির ঝরছিল ক্যানভাসে স্নানসেরে ঘর-ফেরতা রমনীর শরীর থেকে ঝরছে ঘ্রানলাগা লোবানের তরল পরশ মগ্ন হই ছবির ক্যানভাসে, ছবিটা ক্রমশই অচেনা হয়... মানবীর শুভ্র-সফেদ শরীর প্রাচীন ভারতীয় ভাস্কর্য রীতির মত খুলে পড়া বস্ত্রের মডেল; বাৎসায়নের কামসূত্রের উলঙ্গ নারীদেহ অথবা না দেখা স্বর্গের অপ্সরাদের কামনার লেলিহান শিখা; উঠে আসে আমার ক্যানভাসে...আমি কেবলই মোহিত হই... ছবিটা আসলে কিছুই হয়না, সবই ছিল আমার কল্পনা শাদা ক্যানভাসের বুকে অদ্ভুদ কষ্টে অসহায় শিল্পীমন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.